বিভিন্ন সময়ে ফ্যাক্টওয়াচকে আর্থিক সহায়তা দিয়েছেন যারা
২০১৭-১৮ অর্থবছর: আমেরিকান সেন্টার, ঢাকা
২০১৯-২০২০ অর্থবছর : ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ
২০২১- চলমান: ফেসবুক (থার্ড পার্টি ফ্যাক্টচেকিং কার্যক্রমের অংশ হিসেবে)
অনুদান
আমাদের নিরপেক্ষতা ও ন্যায্যতায় কোনোরকম হস্তক্ষেপ না করলে আমরা আগ্রহী ব্যক্তি এবং অরাজনৈতিক প্রতিষ্ঠানের কাছ থেকে অনুদান নিতে সম্মত। দাতাপক্ষ আমাদের স্বাধীনতা, কার্যপদ্ধতির মান ও স্বচ্ছতাতেও কোন অবস্থায় ব্যাঘাত ঘটতে পারবে না।
Organizations donating to FactWatch in different times
2017-2018 FY: The American Center, Dhaka
2019-2020 FY: University of Liberal Arts Bangladesh 2021-Ongoing: Facebook (under the Third-Party Fact-Checking Program)
Donations
We are open to donations from the public and non-political organizations interested in supporting our work, as long as our principles of non-partisanship and fairness are not compromised. Neither should donors expect to influence our claim selection or decision making in any shape or form. We reserve our independence and the standards and transparency of our methodology under all circumstances.