গত ১৪ই জানুয়ারি, ২০২১ ইং তারিখে ‘আল্লামা শফির মৃ*ত্যু রহস্য উন্মোচন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে notuntvnews.com নামের একটি অনলাইন পোর্টাল। প্রতিবেদনটির শুরুর অংশ বলছে “হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আল্লামা আহমদ শফির মৃত্যু রহস্য উন্মোচনে বর্তমান আমির জুনায়েদ বাবুনগরীসহ ১৫ জনের জবানবন্দি নিয়েছে তদন্তকারী সংস্থা পিবিআই।“ উক্ত শিরোনামের সাথে সংবাদের বিস্তারিত অংশের কোনো সম্পৃক্ততা নেই।