আল-জাজিরা কে ভিত্তিহীন বলায় সময় টিভির সাংবাদিকের ওপর হামলা হয়েছে?

24
আল-জাজিরা কে ভিত্তিহীন বলায় সময় টিভির সাংবাদিকের ওপর হামলা হয়েছে? আল-জাজিরা কে ভিত্তিহীন বলায় সময় টিভির সাংবাদিকের ওপর হামলা হয়েছে?

Published on: [post_published] 

গত ২রা ফেব্রুয়ারি, ২০২১ ইং তারিখে “আল-জাজিরা কে ভিত্তিহীন বলায় সময় টিভির সাংবাদিককে জুতা পেটা” শিরোনামে একটি খবর প্রকাশ করেছে crazy-captions নামের একটি অনলাইন পোর্টাল। ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে দেখা গেছে খবরটি ভিত্তিহীন। গুগল রিভার্স ইমেজ সার্চে বেরিয়ে এসেছে, খবরটিতে ব্যবহৃত ছবিটি ২০০৭ সালে তোলা। ছবিতে দৃশ্যমান হামলার শিকার হওয়া ব্যক্তিটি সময় টিভির সাংবাদিক নন। তিনি বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান।

 



তথ্যসূত্র

আল-জাজিরা কে ভিত্তিহীন বলায় সময় টিভির সাংবাদিককে জুতা পিটা

২০০৭ সালের একটি ব্লগপোস্ট

২০০৭ সালে একটি ওয়েবসাইটে প্রকাশিত ছবিটির অন্য একটি সংস্করণ

রাজনীতি ছাড়লেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান

Published on: [post_published]

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@www.fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ fb.com/search.ulab

No Factcheck schema data available.