গত ২রা ফেব্রুয়ারি, ২০২১ ইং তারিখে “আল-জাজিরা কে ভিত্তিহীন বলায় সময় টিভির সাংবাদিককে জুতা পেটা” শিরোনামে একটি খবর প্রকাশ করেছে crazy-captions নামের একটি অনলাইন পোর্টাল। ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে দেখা গেছে খবরটি ভিত্তিহীন। গুগল রিভার্স ইমেজ সার্চে বেরিয়ে এসেছে, খবরটিতে ব্যবহৃত ছবিটি ২০০৭ সালে তোলা। ছবিতে দৃশ্যমান হামলার শিকার হওয়া ব্যক্তিটি সময় টিভির সাংবাদিক নন। তিনি বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান।