গত ২রা ফেব্রুয়ারি, ২০২১ তারিখে Ariful Islam Zidan নামের এক ফেইসবুক একাউন্ট থেকে “কাতারের গণমাধ্যম আল জাজিরার মিথ্যা সংবাদ প্রচার করার প্রতিবাদে কাতার বিশ্বকাপে অংশগ্রহণ করবে না বাংলাদেশ ফুটবল দল” লেখাযুক্ত একটি স্ট্যাটাস পোস্ট হয়েছিল ফেইসবুকে যা দ্রুত ভাইরাল হয়ে যায়। উক্ত লেখাটি কপি করে অনেকেই নিজেদের ব্যক্তিগত ফেইসবুক একাউন্ট, পেইজ এবং গ্রুপে শেয়ার করেছেন যা বিভ্রান্তি ছড়াচ্ছে। ২০২২ সালে ফুটবল বিশ্বকাপের ২২তম আয়োজন করছে কাতার যেখানে ‘বাংলাদেশ ফুটবল দল অংশগ্রহণ করবে না’ এমন কোনো তথ্য পাওয়া যায়নি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এমন কোনো বিবৃতি প্রকাশ করেনি।
অনুসন্ধানে দেখা গেছে, ‘ড. ওবায়দুল কাদের’ নামের একটি ছদ্ম ফেইসবুক আইডি থেকে একই লেখা সংবলিত পোস্ট ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আবার অনেকে তাদের পোস্টে বাংলাদেশের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ‘বিটিভি’কে তথ্যসূত্র হিসেবে ব্যবহার করছে। অথচ বিটিভি সহ দেশের অন্যান্য প্রথম সারির সংবাদমাধ্যম এবিষয়ক কোনো প্রতিবেদন প্রকাশ করেনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর অফিশিয়াল ওয়েবসাইট এবং ফেইসবুক পেইজ এমন কিছু পাওয়া যায়নি। তাই তথ্যপ্রমাণের অভাবে বলা যায় এটি একটি মিথ্যা তথ্য।