“প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে দেশ ও রাজনীতি ছাড়ছেন বেগম খালেদা জিয়া!” শিরোনামে বিভিন্ন অনলাইন পোর্টাল থেকে একটি ভুয়া খবর গত ৯ ফেব্রিয়ারি, ২০২১ ইং তারিখে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে বেরিয়ে এসেছে, এমন শিরোনামে ভুয়া খবর গত বছরের ১৮ই ফেব্রুয়ারিতেও প্রকাশিত হয়েছিলো। বাস্তবে খালেদা জিয়া কিংবা বিএনপির মুখপাত্র থেকে এমন কোনো তথ্য বা বিবৃতি পাওয়া যায়নি। বাংলাদেশের মূলধারার কোনো গণমাধ্যম এবিষয়ে প্রতিবেদন প্রকাশ করেনি।
ভুয়া সংবাদগুলোর বিস্তারিত অংশে উল্লেখ করা হয়েছে, “খালেদা জিয়ার পরিবার সরকারের সাথে সমঝোতা করছেন। যেতে চাচ্ছেন লন্ডনে। দেশ ছাড়ার ইচ্ছা জানিয়েছেন পরিবারকে। শিগগিরই প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পূর্ব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আবেদনে কী থাকছে, কীভাবে পূর্বের ন্যায় প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছে পরিবার, এ বিষয়ে বিএনপির হাইকমান্ড অন্ধকারে রয়েছেন। খালেদা জিয়ার পরামর্শে পরিবারই সবকিছু করছেন।“
এই তথ্যগুলোর কোনো নির্ভরযোগ্য সুত্র পাওয়া যায়নি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার তৃতীয় কারাবন্দী দিবস উপলক্ষে বিএনপি সর্বশেষ গত ৮ই ফেব্রুয়ারি, ২০২১ ইং (সোমবার) জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশের আয়োজন করেছিলো। সেই সমাবেশেও কোনো নেতা–কর্মীরা এমন কিছু উল্লেখ করেননি।
ফ্যাক্টওয়াচের পক্ষ থেকে ভুয়া খবরটি প্রকাশ করেছে এমন একটি অনলাইন পোর্টাল bd24live.com এর সাথে যোগাযোগ করা হয় এই প্রতিবেদনের তথ্যসূত্র জানতে চেয়ে। পোর্টালটির নিউজ রুমে কর্মরত একজন বলেন, “এই নিউজ গুলোর কিছু হয়তো সত্য হয় আবার কিছু মিথ্যা হয় পরবর্তীতে, বিভিন্ন জনের বক্তব্যের ওপর ভিত্তি করে করে এই নিউজ গুলো করা হয়।“
‘সোর্স থেকে নেয়া তথ্য কিংবা সংবাদ যদি ভুয়া হয় তাহলে আপনারা কি করে থাকেন’ ফ্যাক্টওয়াচের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ঐটার দায়িত্ব আমাদের না, আমরা তো সোর্স উল্লেখ করেছি।“