গাড়ির তেলের ভরা ট্যাংক কি গরমে বিস্ফোরিত হতে পারে?

55
গাড়ির তেলের ভরা ট্যাংক কি গরমে বিস্ফোরিত হতে পারে?
গাড়ির তেলের ভরা ট্যাংক কি গরমে বিস্ফোরিত হতে পারে?

গত কয়েক বছর ধরেই অনলাইনে ঘুরে বেড়াচ্ছে গাড়ির তেলের ট্যাংক নিয়ে একটি হুশিয়ারি। সম্প্রতি আবারও বার্তা আদানপ্রদানের মোবাইল অ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে পড়া ইংরেজি এই হুশিয়ারির বাংলা করলে হয়,“কয়েকদিন পর তাপমাত্রা আরও বাড়লে আপনার গাড়ির ট্যাংক পূর্ণ করে পেট্রোল ভরবেন না। এতে করে ট্যাংকে বিস্ফোরণ ঘটতে পারে। ট্যাংকের অর্ধেকটা পেট্রোলে ভরে বাকি অর্ধেক বাতাসের জন্যে খালি রাখুন।” বার্তার শেষে বলা আছে শেয়ার করে বার্তাটিকে প্রিয়জনদের কাছে ছড়িয়ে দেবার কথা।

No Factcheck schema data available.