ছবিটির সত্যতা যাচাইয়ের জন্যে প্রথমে আমরা অনলাইনে অনেক খোঁজাখুঁজি করলেও কোনো তথ্য বের করতে পারিনি। ছবিটির অন্য কোনো সংস্করণ অনলাইনের কোথাও নেই। উপায়ান্তর না পেয়ে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিতে গিয়ে লক্ষ্য করি যে, জাবিতে “রাষ্ট্রবিজ্ঞান” নামে কোনো বিভাগই নেই!
তবে “রাষ্ট্রবিজ্ঞান” নামে কোনো বিভাগ না থাকলেও রয়েছে “সরকার ও রাজনীতি” বিভাগ। সেই বিভাগেরই একজন শিক্ষক ফ্যাক্টওয়াচকে জানিয়েছেন যে ছবির এই নারী শিক্ষার্থীকে তিনি কখনো দেখেননি। এমন কোন ঘটনার পক্ষে কোথাও কোন সাক্ষ্য-সাবুদ পাওয়া যায়নি। তাই এটিকে ফ্যাক্ট-ওয়াচ মিথ্যা হিসাবে দেখছে। এ ব্যাপারে আরো কোন নিশ্চিত তথ্য পেলে এটি দরকার মতো আপডেট করা হবে।