ভুয়া ভিডিও তৈরির ব্যাপারটি অনলাইনে ছিলো বহু আগে থেকেই। বিভিন্ন ভিডিও এডিটিং টুলস ব্যবহার করে জটিল একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতো সেসব ভিডিও তৈরির জন্যে। কিন্তু বলা হচ্ছে, ডিপফেকস নামক নতুন একটি প্রযুক্তির আগমনের পর ভুয়া ভিডিও তৈরি একেবারেই সহজ হয়ে গিয়েছে।