ড. সুমন রহমান ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস-এর গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক। অফিস অব ফ্যাকাল্টি রিসার্চ-এর পরিচালক। সেন্টার ফর ক্রিটিক্যাল এন্ড কোয়ালিটেটিভ স্টাডিজ এর পরিচালক। গণমাধ্যম এবং সাংবাদিকতা বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে সুপরিচিত। বাংলাদেশের মিডিয়া, ইনফরমেশন লিটারেসি এবং এর সাংস্কৃতিক রাজনীতি নিয়ে ড. রহমানের গভীর আগ্রহ আছে।
পড়াশুনা করেছেন দর্শন, উন্নয়ন-অধ্যয়ন ও দক্ষিণ এশীয় অধ্যয়নে। পিএইচডি করেছেন সাংস্কৃতিক অধ্যয়নে, ইউনিভার্সিটি অব কুইনসল্যান্ড, অস্ট্রেলিয়া থেকে। পপুলার কালচার, কালচারাল স্টাডিজ এবং সাহিত্যের বিভিন্ন শাখায় সুমন রহমানের লেখালেখি আছে।
Professor of Journalism and Media Studies at ULAB and director of the Office of Faculty Research and the Center for Critical and Qualitative Studies (CQS). Dr. Rahman has an immense interest on the cultural politics and cultural economy of Bangladesh media and information literacy.
Dr. Rahman’s academic background is in Philosophy, Development Studies and South Asian Studies, with a PhD in Cultural Studies from the University of Queensland, Australia. As a writer, he has published on popular culture, cultural studies, as well as works of literature.
ড. নাফিস মনসুর ইউল্যাবের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি ইউনিভার্সিটি টেকনোলজি মালয়শিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি ফ্যাক্ট ওয়াচের সদস্যদের বিভিন্ন তথ্যপ্রযুক্তিগত বিষয়ে, যেমন ওয়েব পেইজের রক্ষণাবেক্ষণ এবং ফ্যাক্ট চেকিং এ প্রযুক্তির ব্যবহার বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন।
ড. মনসুরের শিক্ষকতা এবং প্রকৌশলে এক দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে । বিভিন্ন জার্নাল এবং কনফারেন্স মিলিয়ে প্রকাশনার সংখ্যা ৬০ এর বেশি।
Dr. Nafees Mansoor is an Assistant Professor in the Dept. of Computer Science and Engineering at ULAB with a Ph.D. from Universiti Teknologi Malaysia (UTM). He advises the FactWatch team on the technical maintenance of platforms as well as the use of technology in fact-checking.
Dr. Mansoor has more than 10 years of experience both in academia and industry. He has published at least 60 research articles in various reputed journals and Int’l conferences.
রাহুল রায় ২০২১ সালের নভেম্বর থেকে সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ, ইউল্যাবে সিস্টেম বিশ্লেষকের পদে কাজ করছেন। তিনি ইউল্যাব থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি সম্পন্ন করেছেন। তার দায়িত্ব ওয়েব ডেভেলপমেন্ট, সাইবার সিকিউরিটি এবং গবেষণা কাজের চারপাশে আবর্তিত। তার গবেষণার আগ্রহ গণনামূলক সামাজিক বিজ্ঞান, ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিংকে ঘিরে।
তাঁর সাথে যোগাযোগ করতে ইমেইল: rahul.roy@ulab.edu.bd
Rahul Roy
System Analyst
Rahul Roy has been working in the capacity of a System Analyst at the Center for Critical and Qualitative Studies, ULAB since November 2021. He completed his BSc in Computer Science and Engineering from ULAB. His responsibilities revolve around web development, cybersecurity and research work. His research interests include computational social science, data science and machine learning.
ইউসিভার্সিটি অব লিবারেল আর্টস-এর গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী। পড়তে এবং লিখতে ভালবাসেন। বিভিন্ন সংবাদমাধ্যমে তার লেখা প্রবন্ধ এবং ভিডিও প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বর্তমানে ইউসিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ-এর ‘সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটিটিভ স্টাডিজ’ -এ গবেষণা সহকারি হিসেবে কর্মরত আছেন। গবেষণায় তার আগ্রহের জায়গা ভার্চুয়াল জগতে মানুষের আচরণগত বৈশিষ্ট্য এবং সংবাদমাধ্যমে বিভিন্ন বিষয়ের উপস্থাপন।
Apon Das
Fact-checker
Apon Das works as a Research Assistant at the Center for Critical and Qualitative Studies, University of Liberal Arts Bangladesh. He completed his BSS from the Department of Media and Journalism, ULAB. He loves to read and write. His several articles and video reports have been published in various news media. His area of research interest is Media Representation and the human behavioural characteristics in the virtual world.
জহিরুল ইসলাম
ফ্যাক্ট চেকার
জহিরুল ইসলাম পেশাগত জীবনে যন্ত্র প্রকৌশলী। পাশাপাশি, রহস্য ও ফ্যাক্টচেকিং নিয়ে বিশেষ আগ্রহী। ২০২১ বাংলা একাডেমি বইমেলায় ‘মীমাংসিত রহস্য’ নামে তাঁর একটি বই প্রকাশিত হয়েছে। শিক্ষাজীবনে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন। অনলাইনে নিয়মিতভাবে গুজব এবং কুসংস্কারের বিরুদ্ধে লেখালেখি করছেন দীর্ঘদিন ধরে।
Jahirul Islam
Fact-checker
Though Jahirul Islam is a Mechanical Engineer by profession, he has a special interest in Mystery solving and Fact-checking. In the 2021 Ekushey book fair, his first book “Meemangshito rohosso” (Solved Mysteries) was published. In academic life, he studied in BUET (Bangladesh University of Engineering & Technology) & University of Dhaka. He has a strong voice in Bangla online world against superstition, rumour & fake news.
নাসরিন জেবিন
গবেষণা সহযোগী
ইউসিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ-এর ‘সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটিটিভ স্টাডিজ’-এ গবেষণা সহযোগী হিসেবে কাজ করছেন নাসরিন জেবিন । ফ্যাক্ট-চেকিং সহ গবেষণামূলক নিবন্ধ এবং প্রতিবেদন লেখা তার মূল দায়িত্ব । নাসরিন জেবিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। স্নাতক এবং স্নাতকোত্তর উভয় ক্ষেত্রেই প্রথম স্থান অর্জনের জন্য তিনি ‘শান্তি স্বর্ণপদক ২০১৭’ ‘ডিনস অ্যাওয়ার্ড অফ মেরিটোরিয়াস এক্সিলেন্স’ এবং ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেধা বৃত্তি’ পেয়েছেন । তিনি ইতোমধ্যে আন্তর্জাতিক জার্নালে ২ টি আর্টিকেল এবং আন্তর্জাতিক ম্যাগাজিনে ৩ টি আর্টিকেল, বিভিন্ন আন্তর্জাতিক লেখকদের সঙ্গে ৯ টি বইতে আর্টিকেল, ৪ টি প্রতিবেদন এবং দৈনিক পত্রিকায় ২ টি আর্টিকেল প্রকাশ করেছেন। লেখালেখির ক্ষেত্রে তার আগ্রহের বিষয়গুলো হলো- আন্তর্জাতিক রাজনীতি, উন্নয়ন অধ্যয়ন এবং মানবাধিকার।
Nasrin Jabin works as a Research Associate at the Center for Critical and Qualitative Studies, ULAB. Writing research articles and reports along with Fact-checking is her core responsibility. She completed her BSS and MSS from the department of Peace and Conflict Studies, University of Dhaka. She has been awarded the ‘Peace Gold Medal 2017’, ‘Deans Award of Meritorious Excellence’ and the ‘Bangamata Sheikh Fazilatunnesa Mujib Merit Scholarship’ for securing 1st places in both BSS and MSS. She has published a couple of Journal articles, three articles in International Magazines, 9 articles as Book Chapters (internationally), 4 Reports, and 3 Newspaper articles. She also presented paper and delivered lectures in 6 International Conferences. Her areas of interest are international politics, development studies and human rights.