দেশের আইনশৃংখলার অবনতি রোধে ২৪ ফেব্রুয়ারি থেকে ঢাকাসহ সারাদেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যৌথবাহিনীর কম্বাইন্ড পেট্রোলিং চলবে বলে ঘোষণা করা হয়। এ প্রেক্ষিতে সম্প্রতি ফেসবুকে দৈনিক কালের কণ্ঠের নামে একটি ফটোকার্ড ছড়াচ্ছে যেখানে বলা হচ্ছে যৌথবাহিনীকে ডাকাত এবং ছিনতাইকারী দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যাচ্ছে, কালের কণ্ঠের নামে প্রচারিত এ ফটোকার্ড এবং উল্লেখিত তথ্যটি ভুয়া। কালের কণ্ঠ একটি প্রতিবেদন প্রকাশ করে বিষয়টি নিয়ে ইতোমধ্যে সতর্কও করেছে।
গুজবের উৎস
২৪ ফেব্রুয়ারি থেকে ফেসবুকে ফটোকার্ডটি ছড়াতে থাকে। কালের কণ্ঠের লোগো ছাড়াও সাধারণ ছবি আকারে সংবাদটি ছড়িয়েছে।
দৈনিক কালের কণ্ঠের ওয়েবসাইট ও ফেসবুক পেজঅনুসন্ধান করে দেখা যাচ্ছে, যৌথবাহিনীকে ডাকাত এবং ছিনতাইকারী দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে – এমন কোনো ফটোকার্ড ও খবর তারা প্রকাশ করে নি। কালের কণ্ঠের নিয়মিত ফটোকার্ডগুলো নিরীক্ষা করে সেগুলোর সাথে ফেসবুকের আলোচ্য ফটোকার্ডের নকশা ও ফন্টের অসঙ্গতি পাওয়া যায়। এদিকে কালের কণ্ঠ একটি প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছে, এমন কোনো ফটোকার্ড ও সংবাদ তারা প্রকাশ করে নি।
মূলধারার গণমাধ্যম (১,২,৩) থেকে জানা যাচ্ছে, ২৪ ফেব্রুয়ারি সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সারাদেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যৌথবাহিনীর পেট্রোলিং চলার ব্যাপারে ঘোষণা দেন। তিনি বলেন, রাজধানীসহ অনেক জায়গায় চেকপোস্ট বসবে, জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটর করা হবে, তল্লাশি কার্যক্রম চলবে, গোয়েন্দা নজরদারি আগের চেয়ে বাড়ানো হবে, দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পুলিশকে শতাধিক মোটর সাইকেল দেওয়া হবে। কিন্তু যৌথবাহিনীকে ডাকাত এবং ছিনতাইকারী দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে এমন কোনো মন্তব্য করেন নি তিনি। তাই সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ এ ফটোকার্ডকে “মিথ্যা” সাব্যস্ত করছে।
Claim: যৌথবাহিনীর প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ নিয়ে কালের কণ্ঠের নামে ভুয়া ফটোকার্ড
Claimed By: Facebook users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh