১৪ মার্চ, ২০২১ তারিখে shahidajannat নামের একটি অনলাইন পোর্টাল থেকে ‘সাকিব এতো টাকা খরচ করে মসজিদ বানাইছে, আমি হলে মন্দির বানাতামঃ তসলিমা নাসরিন’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। খবরটি তসলিমা নাসরিনের একটি ফেইসবুক পোস্টকে ঘিরে করা হয়েছে, যেখানে তিনি ‘আমি হলে মন্দির বানাতাম’ কথাটি বলেননি। উক্ত শিরোনামটি ফেইসবুকে ভাইরাল হয়েছে এবং বিভ্রান্তি ছড়াচ্ছে।
মাগুরার আলোকদিয়ার বারাশিয়ায় নিজের নানাবাড়ি এলাকায় মসজিদ নির্মাণ করে দিয়েছেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। দৈনিক পত্রিকা ইত্তেফাকের বরাতে জানা গেছে, গত বছরের এপ্রিলে মসজিদটি উদ্বোধন করা হলেও বিষয়টি প্রচারে আসুক সেটা সাকিব চাননি। এই মসিজিদ নির্মাণ নিয়ে ১৪ মার্চ, ২০২১ তারিখে তসলিমা নাসরিন তার ব্যক্তিগত ফেইসবুক অ্যাকাউন্টে লিখেছেনঃ
“সাকিবের প্রচুর টাকা। নিউ ইয়র্কে বিশাল বাড়ি তাঁর। আর কোন কোন শহরে বাড়ি কিনেছেন জানা নেই আমার। তবে আজকের খবর হলো, তিনি তাঁর নানাবাড়ি মাগুরায় একখানা মসজিদ বানিয়ে দিয়েছেন। আমার প্রশ্ন, ওখানে কি অভাব ছিল মসজিদের? আমি নিশ্চিত, অভাব ছিল না। যদি অভাব কিছুর থেকে থাকে তবে ভালো হাসপাতালের, ভালো কলেজের, ভালো বিজ্ঞান একাডে
মির, ভালো ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের, ভালো পাবলিক লাইব্রেরির। কিন্তু সাকিব তাঁর টাকার শ্রাদ্ধ করলেন কচুরিপানা ভর্তি পুকুরে আরও একখানা কচুরিপানা ছেড়ে।“
সম্পূর্ণ পোস্ট দেখুন তসলিমা নাসরিনের ফেইসবুক একাউন্টে। পোস্টে মন্দিরের কথা কোথাও উল্লেখ করা হয় নি।
গত ১৫ মার্চ, ২০২১ তারিখে “আল্লাহ জানেন কোন পাপের টাকা দিয়ে মসজিদ বানাইছে সাকিব: তসলিমা নাসরিন” শিরোনামে আরও একটি বিভ্রান্তিকর শিরোনামযুক্ত খবর প্রকাশ করেছে shahidajannat নামের অন্য একটি ওয়েব পোর্টাল। এই কথাটিও তসলিমা নাসরিনের ফেইসবুক পোস্টে উল্লেখ করা হয় নি।