সামাজিক দূরত্ব রেখে বাজার-ব্যবস্থা

11
সামাজিক দূরত্ব রেখে বাজার-ব্যবস্থা সামাজিক দূরত্ব রেখে বাজার-ব্যবস্থা

Published on: [post_published] 

করোনা-প্রতিরোধে ছোট ছোট মানবিক উদ্যোগগুলোকে ছড়িয়ে দিতে চাই

ব্যতিক্রমী এই বাজারব্যবস্থার সন্ধান পাওয়া গেছে রাজবাড়িতে, শেখ রাসেল মিনি স্টেডিয়ামে।

খুচরা বিক্রেতাদের জন্য ৬ ফুট দূরে দুরে ১০/৬ ফুট আয়তনের বসার জন্য ব্যবস্থা করা হয়েছে।

এই উদ্ভাবনী ব্যবস্থাটি এসেছে রাজবাড়ি উপজেলা পরিষদের উদ্যোগে। স্থানীয় স্কাউট এসোসিয়েশনের সহায়তায়।

আপনার এলাকাতেও এমন একটি বাজার ব্যবস্থার কথা ভাবতে পারেন। স্থানীয় নেতাদের জানাতে পারেন।

 

(সূত্র: দৈনিক চর্তুদিক। খবরটি পাওয়া যাবে এখানে)

 

No Factcheck schema data available.