সূর্যের রং কি আসলেই হলুদ বা কমলা?

75
সূর্যের রং কি আসলেই হলুদ বা কমলা?
সূর্যের রং কি আসলেই হলুদ বা কমলা?

কাউকে সূর্যের রং জিজ্ঞেস করতে শুনেছেন কখনো? নিজে কখনো জিজ্ঞেস করলেও হয়তো একটা সহজ উত্তর পেয়ে যাবেন যে সূর্য হলুদ! ইন্টারনেটে নিয়মিত আসা-যাওয়া রয়েছে এমন অনেকে আবার নাসার ওয়েবসাইটে সূর্যের ছবি দেখে বলবে সূর্য কমলা। কিন্তু সূর্যের রং আসলে কোনটা? প্রশ্নটা খুব সহজ হলেও উত্তরটা একটু জটিল।