কাউকে সূর্যের রং জিজ্ঞেস করতে শুনেছেন কখনো? নিজে কখনো জিজ্ঞেস করলেও হয়তো একটা সহজ উত্তর পেয়ে যাবেন যে সূর্য হলুদ! ইন্টারনেটে নিয়মিত আসা-যাওয়া রয়েছে এমন অনেকে আবার নাসার ওয়েবসাইটে সূর্যের ছবি দেখে বলবে সূর্য কমলা। কিন্তু সূর্যের রং আসলে কোনটা? প্রশ্নটা খুব সহজ হলেও উত্তরটা একটু জটিল।