“যারা হিজাব পরে তাদেরকে ধর্ষণ করা উচিতঃ তাসলিমা নাসরিন” শিরোনামে একটি খবর প্রচার করছে shahidajannat.news নামের একটি ভুঁইফোড় অনলাইন পোর্টাল। অনুসন্ধানে দেখা যায়, সম্প্রতি তসলিমা নাসরিন কোথাও এমন কোনো বক্তব্য দেননি। খবরটির বিস্তারিত অংশেও এমন কিছু নেই। চটকদার এবং উস্কানিমূলক শিরোনামটি ফেসবুকে ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে।