সম্প্রতি নাগরিক টিভির একটি ভিডিও প্রতিবেদনের স্ক্রিনশট থ্রেডসে ছড়িয়ে পড়ছে। সেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এক সাক্ষাৎকারের সূত্র ধরে দাবি করা হয়, ডিসেম্বরের ৬ তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায় যে, প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনের জন্য সুনির্দিষ্ট কোনো তারিখ জানাননি। তিনি কেবল বলেছিলেন, চলতি বছরের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তাছাড়া, নির্ভরযোগ্য অন্য কোনো মাধ্যম থেকেও আলোচিত দাবিটির সমর্থনে কোনো প্রমাণ পাওয়া যায়নি। সুতরাং, ফ্যাক্টওয়াচের বিবেচনায় থ্রেডসে ছড়িয়ে পড়া পোস্টগুলো মিথ্যা।
থ্রেডসে ছড়িয়ে পড়া নাগরিক টিভির ভিডিও প্রতিবেদনের স্ক্রিনশটে দাবি করা হয় “৬ ডিসেম্বর নির্বাচন, প্রস্তুত ইউনূস সরকার ও নির্বাচন কমিশন।” এই সূত্র অনুযায়ী প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ধরে অনুসন্ধান করে নাগরিক টিভির অফিশিয়াল ফেসবুক পেজ থেকে ১১ ফেব্রুয়ারি ২০২৫-এ আপলোড করা প্রতিবেদনটি খুঁজে পাওয়া যায়। কিন্তু সেখানে শিরোনাম পরিবর্তন করে পরবর্তীতে একটি প্রশ্নবোধক চিহ্ন যোগ করে লেখা হয়েছে “৬ ডিসেম্বর নির্বাচন, প্রস্তুত ইউনূস সরকার ও নির্বাচন কমিশন?” পোস্টের এডিট হিস্ট্রি দেখে এ ব্যাপারে নিশ্চিত হয়েছে ফ্যাক্টওয়াচ।
এই সম্পূর্ণ ভিডিও প্রতিবেদনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এ সম্পর্কে সরকারের অবস্থানের ব্যাপারে বলা হয়েছে। আগামী ৬ ডিসেম্বর গণতন্ত্র দিবসে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার একটি গুঞ্জনের ব্যাপারে সেখানে উল্লেখ করা হয় । পাশাপাশি জাপানের এনএইচকে ওয়ার্ল্ডকে (NHK World) দেওয়া ড. মুহাম্মদ ইউনূসের এক সাক্ষাৎকারের ব্যাপারেও উল্লেখ করা হয় যেখানে তিনি বলেছিলেন চলতি বছরের শেষের দিকে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নেয়া হচ্ছে। এই প্রতিবেদনে প্রধান উপদেষ্টার কার্যালয়কে সূত্র হিসেবে ব্যবহার করে আরো বলা হয়েছে নির্বাচন ডিসেম্বরের পরে হোক এমনটা চান না মুহাম্মদ ইউনূস। তবে, এই প্রতিবেদনের কোথাও সুনির্দিষ্ট ভাবে বলা হয়নি যে, ৬ ডিসেম্বরই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এদিকে, জাপানের একমাত্র পাবলিক মিডিয়া এনএইচকে-এর আন্তর্জাতিক পরিষেবা এনএইচকে ওয়ার্ল্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার সম্পর্কিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায় যেখানে এই সাক্ষাৎকারের একটি ভিডিও যুক্ত করা হয়েছে। সেখানে ড. মুহাম্মদ ইউনূস মূলত চলতি বছরের শেষের দিকে ভোটগ্রহণের সম্ভাবনার কথা বলেছিলেন। কিন্তু তিনি সুনির্দিষ্ট কোনো তারিখের কথা বলেননি।
এই সাক্ষাৎকারের বাইরে অন্য কোথাও প্রধান উপদেষ্টা ‘৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে’- এমন কোনো কথা বলেছেন এ সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি। সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ ভাইরাল পোস্টগুলোকে ‘মিথ্যা’ হিসেবে সাব্যস্ত করেছে।
থ্রেডসে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
Claim: উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এক সাক্ষাৎকারের সূত্র ধরে দাবি করা হয়, ডিসেম্বরের ৬ তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
Claimed By: Threads users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh