শেখ হাসিনাকে দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী ঘোষণা করেনি জাতিসংঘ

84
শেখ হাসিনাকে দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী ঘোষণা করেনি জাতিসংঘ
শেখ হাসিনাকে দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী ঘোষণা করেনি জাতিসংঘ

Published on: [post_published]

সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে জাতিসংঘ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী ঘোষণা করেছে। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, জাতিসংঘ সম্প্রতি কিংবা অতীতে এ ধরনের কোনো ঘোষণা দেয়নি। এটি একটি পুরনো গুজব, এবং এর আগেও অন্যান্য ফ্যাক্টচেকাররা এই খবরের কোনো সত্যতা খুঁজে পায়নি।


গুজবের উৎস  

অসংখ্য ফেসবুক আইডি এবং গ্রুপ থেকে এই পোস্টটি করা হয়েছে। এমন কয়েকটি পোস্ট দেখুন, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।

পোস্টটিতে লেখা হয়েছে-

অভিনন্দন

জাতিসংঘ কর্তৃক ঘোষিত বিশ্বের ২য় সেরা প্রধানমন্ত্রী মনোনীত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।

এমনকি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন পোস্টারও দেখা গেছে-

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

২০১৫ সালে জাতিসংঘ মাননীয় প্রধানমন্ত্রীকে United Nations Champions of the Earth পুরষ্কার এবং স্বীকৃতি দিয়েছিল। দেখুন এখানে। নিকট অতীতে জাতিসংঘ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কোনো পুরস্কার বা স্বীকৃতি দিয়েছে, এমন কোনো তথ্য পাওয়া যায় নি। জাতিসংঘ থেকে কখনো ‘সেরা প্রধানমন্ত্রী’ ক্যাটাগরীতে কোনো পুরস্কার দেওয়ার খবরও খুঁজে পাওয়া যায়নি।

তবে, ২০১৮ সালে সিঙ্গাপুরভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান Statistics International প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী ঘোষণা করেছিল বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল। যেমন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।

কিন্তু এই খবরটি ছিল ভুয়া খবর।  সিঙ্গাপুরের স্ট্যাটিসটিক্স ইন্টারন্যাশনাল নামে কোন গবেষণা সংস্থার অস্তিত্ব পাওয়া যায়নি।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান যাচাই এবং বিডিফ্যাক্টচেক একে গুজব হিসেবে চিহ্নিত করেছিল ।

বিবিসি বাংলা ও সে সময়ে এক প্রতিবেদনে এই খবরটিকে ভূয়া হিসেবে উল্লেখ করেছিল।

২০১৯ সালে একই গুজব আবার ভাইরাল হয়েছিল। সেবার সিঙ্গাপুরের কোনো প্রতিষ্ঠান এর বদলে দাবি করা হয়, জাতিসংঘ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী ঘোষণা করেছে।

জাতিসংঘের ওয়েবসাইট বা অন্য কোনো দপ্তর থেকে এই ঘোষণার প্রমাণ না পাওয়ায় বিডি ফ্যাক্টচেক এই দাবিটিকে গুজব হিসেবে চিহ্নিত করেছিল তখন।

একই গুজব বর্তমান সময়েও ফেসবুকে আবার ভাইরাল হয়েছে। ফেসবুকের বাইরে কোনো সংবাদমাধ্যমে এ সংক্রান্ত কোনো খবর খুঁজে পাওয়া যায়নি। জাতিসংঘের ওয়েবসাইটে এ ধরনের কোনো ঘোষণা আসে নি।

তাই সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ এই ভাইরাল খবরটিকে ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.