নতুন এ্যলগরিদম: কেবল ২৬ জন বন্ধুকে পোস্ট দেখাবে ফেসবুক?

4
নতুন এ্যলগরিদম: কেবল ২৬ জন বন্ধুকে পোস্ট দেখাবে ফেসবুক? নতুন এ্যলগরিদম: কেবল ২৬ জন বন্ধুকে পোস্ট দেখাবে ফেসবুক?

দাবি: নতুন এক এ্যলগরিদম দিয়ে আপনার পোস্ট মাত্র ২৬ জন বন্ধুর নিউজফিডে দেখাচ্ছে ফেসবুক।

দাবির গোড়া: ২০১৭ সালের ডিসেম্বরে এক গুজব ছড়ায় যে ফেসবুক তার ইউজারদের নিউজফিড কাটছাট করেছে। একটা নির্দিষ্ট সংখ্যার বেশি বন্ধুর পোস্ট নিউজফিডে দেখাচ্ছে না ফেসবুক। জোজো (XOXO) নামের এক ইউজার একটা পোস্ট দিয়ে কমেন্ট চান বন্ধুদের যাতে কত জন দেখতে পাচ্ছে সেটি বোঝা যায়।

বাংলা সোশ্যাল মিডিয়ায় এই গুজব নিয়ে আলোচনা

এর মাস খানেক পরে এই গুজবটি আরেকটু ভিন্নভাবে হাজির হয়; এবারে বলা হয়, ফেসবুকের নতুন এ্যলগরিদম কেবল ২৬ জন বন্ধু নিউজফিডে দেখাচ্ছে পোস্ট। কিছু পোস্টে এমনকি ‘সত্য যাচাই’ ওয়েবসাইট স্নুপস.কম (snopes.com)-এ যাচাই করে সত্যতা পাবার কথাও বলা হয়।

আসল ঘটনা: এই গুজব চলতে থাকার মাঝেই ১০ জানুয়ারি ফেসবুক এক ব্লগ পোস্টে জানায়, ঐ দাবি মিথ্যা। ফেসবুক জানায়, পোস্টে অর্থময় আলাপের ভিত্তিতে নিউজফিড সাজায় ফেসবুক, কোন ধরনের পোস্ট কোন ইউজার বেশি পছন্দ করতে পারেন সেটা আন্দাজ করার চেষ্টা করে ফেসবুক এবং সেই হিসাবে ইউজারদের নিউজফিডে অন্যদের পোস্ট সাজায় ফেসবুক। এই পরিবর্তনের লক্ষ্য হলো, ক্রিয়া-প্রতিক্রিয়া বাড়ানো, কমানো নয়।   

No Factcheck schema data available.