পাকিস্তান মিলিটারি জওয়ান কি খৎনা যাচাই করছিল?

7
পাকিস্তান মিলিটারি জওয়ান কি খৎনা যাচাই করছিল? পাকিস্তান মিলিটারি জওয়ান কি খৎনা যাচাই করছিল?

এই ছবিতে পাকিস্তান আর্মির এক জওয়ান খৎনা পরীক্ষা করে হিন্দু বা মোসলমান যাচাই করছে বলে দাবি করা হয়। এটা মিথ্যা, আসলে ছবির আর্মি জওয়ান ভারতীয় মিলিটারির সদস্য।

 

ফেসবুকে এই ছবিটা সবশেষ নজরে আসে ১৯ জানুয়ারি ২০১৮। ‘ALEX AMIN’ নামে একজন ‘পাবলিক’ পোস্ট করেন। তাতে ৬৩ রিঅ্যাকশন এবং একটি শেয়ার দেখা যায়। নিচে তার পোস্টের স্ক্রিনশট:

Alex Amin-এর ফেসবুক পোস্ট, ১৯ জানুয়ারি ২০১৮

কিন্তু পাকিস্তান আর্মি নয়, ছবিতে ইউনিফর্ম পরা মানুষটি (ডানে) আসলে ভারতীয় আর্মি জওয়ান। ছবিটা তুলেছেন কিশোর পারেখ নামের ভারতীয় গুজরাটের এক ফটোগ্রাফার। ‘Bangladesh: A brutal birth Unknown Binding – 1972′ নামে ১৯৭২ সালে প্রকাশিত বইতে এটা ছাপা হয়েছে। বইতে এই ছবির সাথে কিশোর পারেখ ক্যাপশন দিয়েছেন: Indian troops grimly round up villagers suspected to be pakistani spies. They peer into Lungis in search of weapons. The Jawans I was traveling with weren’t too gentle: they had suffered casualties.   

বইয়ের ২১তম পাতায় আছে এই ছবিটা।

কিশোর পারেখের বইটা পড়তে এখানে ক্লিক করতে পারেন

কিনতে চাইলে এখানে

No Factcheck schema data available.