২ জুলাই ২০২১ তারিখে বাংলাদেশের অন্যতম সুপরিচিত চিকিৎসক এবিএম আবদুল্লাহর নাম ব্যবহার করে একটি ভুয়া প্রেসক্রিপশন ছড়িয়ে পড়েছে ফেসবুকে। “মৃদু মাত্রার কোভিড ১৯ সংক্রমণের ক্ষেত্রে” শিরোনামযুক্ত প্রেসক্রিপশনটিতে করোনার ভিভিন্ন লক্ষণ এবং বেশ কিছু ঔষধের সেবনবিধি উল্লেখ করা হয়েছে। বাস্তবে এটি একটি ভূয়া প্রেসক্রিপশন। ভূয়া প্রেসক্রিপশনটির বিষয়ে বিবিসি বাংলার কাছে বিস্ময় প্রকাশ করে তিনি বলেছেন, “আমার কাছে অনেকেই ফোন করেছে বিষয়টি নিয়ে। অনেকে জানতে চেয়েছে এই প্রেসক্রিপশন আমি দিয়েছি কি না। আমি বলতে চাই এটা সম্পূর্ণ ভুয়া।”
বিবিসি বাংলা কে তিনি আরও বলেন, “করোনা ভাইরাসের চিকিৎসার জন্য এসব ট্রিটমেন্ট দেয়া হয় সেটা সত্য। তবে সেটা নির্ভর করে রোগীর অবস্থার উপর। রোগীর ক্ষেত্রে কারো মৃদু উপসর্গ থাকে, কারো মধ্যম উপসর্গ থাকে, আবার কারো জটিল উপসর্গ থাকে। রোগীর অবস্থা অনুযায়ী চিকিৎসা পদ্ধতি বদলাতে হয়। সবচেয়ে বড় কথা কোভিড-১৯-এর স্পেসিফিক (সুনির্দিষ্ট) কোন ড্রাগ (ওষুধ) নাই।”
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?