বাংলা
English

আমাদের সম্পর্কে

About Us

ফ্যাক্টওয়াচ কি?

২০১৭ সালে শুরু হয়ে এখন পর্যন্ত চলমান থাকা বাংলাদেশের একমাত্র তথ্যযাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচ। তথ্যযাচাই কার্যক্রমের পাশাপাশি মিডিয়া ইনফরমেশন লিটারেসি বা যোগাযোগমাধ্যম বিষয়ে জনসাধারণের তথ্য স্বাক্ষরতা তৈরির লক্ষ্যেও নিবেদিত এই প্রতিষ্ঠান। সার্বভৌম এই প্রতিষ্ঠানটি তার দাপ্তরিক কর্মকাণ্ড পরিচালনাসূত্রে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর সাথে যুক্ত। ইউল্যাবের সেন্টার ফর ক্রিটিক্যাল এন্ড কোয়ালিটেটিভ স্টাডিজ থেকে এর কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

What/Who is Fact Watch?

Factwatch is a leading center in building media information literacy in Bangladesh. Our mission is to create public awareness about misinformation, disinformation, fake news and rumours. Our journey began on November 1, 2017 with initial financial support from the American Center.

FactWatch is a project managed by the Center for Critical and Qualitative Studies (CQS), University of Liberal Arts Bangladesh (ULAB) .

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

আমরা চাই ব্যক্তির বিশ্লেষণী চিন্তাশক্তির বিকাশ, যাতে তারা বিভিন্ন সংবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া তথ্যের বিশ্বাসযোগ্যতা এবং নির্ভরযোগ্যতা যাচাই করতে পারে; চারপাশের জগত্‍ বিষয়ে তাদের সচেতনতা হয়ে ওঠে আরও প্রখর। আমাদের দীর্ঘমেয়াদী উদ্দেশ্য নিজের জীবন এবং সমাজ বিষয়ে মানুষ যেন সচেতন সিদ্ধান্ত নিতে পারে।

আমরা তথ্য যাচাই এর মধ্যমে নতুন প্রজন্মের সাংবাদিক গড়ে তুলতে চাই যারা ভুল তথ্য, অপতথ্য, ভুয়া খবর এবং গুজবের গোমর ফাঁস করে জনসচেতনতা তৈরি করবে। বাংলাদেশে তথ্য, সংবাদ ও যোগাযোগ মাধ্যমের সাক্ষরতা বিষয়ে নেতৃত্ব দেবে তারা।

Our aims and objectives

We want individuals to develop analytical thinking skills, so that they can verify the credibility and reliability of information found in various news and social media; Their awareness of the world around them becomes more acute. Our long-term objective is to empower people to make informed decisions about their lives and society.

We want to create a new generation of journalists through fact-checking who will expose misinformation, disinformation, fake news and rumours, and create public awareness. They will take the lead in information, news and media literacy in Bangladesh.

আমরা কী কী করি

আমরা বিশ্ববিদ্যালয়ের আগ্রহী শিক্ষার্থীদের প্রশিক্ষনের মধ্যমে তাদেরকে ব্যক্তিগত এবং পেশাগত পর্যায়ে অপতথ্যের সাথে লড়াই করতে প্রস্তুত করি। একাধিক কর্মশালা এবং প্রশিক্ষণ কর্মসূচির মধ্যমেণ্টরা রাজনীতিবিদ এবং বিভিন্ন জনগুরুত্বপূর্ণ মানুষজনের কথা বা বিবৃতি, সামাজিকও যোগাযোগ মধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন খবরাখবর, মূলধারার সংবাদ মধ্যমে প্রকাশিত হওয়া বিভিন্ন খবর ইত্যাদি বিশ্লেষণে দক্ষ হয়ে ওঠে তারা।

আমরা একটি ওয়েবসাইট এবং ফেইসবুক পেইজ চালাই যার মধ্যমে আমাদের তথ্য যাচাই এর ফলাফল আমরা সবার কাছে পৌছে দিতে পারি। আমরা বিভিন্ন কর্মশালা, সেমিনার, পাবলিক লেকচার ইত্যাদি আয়োজন করে থাকি।

অদূর ভবিষ্যতে আমাদের কাজে জনসাধারন/পাঠকের অংশগ্রহণ বাড়াতে চাই। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সামাজিকও যোগাযোগ মাধ্যম ফেইসবুক এবং ভিডিও শেয়ারিং এপ ইউটিউবে আমাদের উপস্থিতি আছে। হোয়াটসএপ, টুইটার, টিকটক, এবং ইন্সটাগ্রামেও আমরা কার্যক্রম বিস্তৃত করতে চাই। পেশাদার লোকবল বৃদ্ধির মধ্যমে আমরা আমাদের কাজের দক্ষতা এবং ক্ষিপ্রতা দুইয়ের-ই উন্নতি করবার আশা রাখি। এর মাধযমে আমরা আরও বেশি শিক্ষার্থীকেও প্রশিক্ষণ দিতে সক্ষম হব। আমরা অন্যান্য সামাজিকও সংগঠন, তৃণমূল এনজিও, এবং বিশ্ববিদ্যালয়ের সাথে সহযোগিতার ভিত্তিতে জনগুরুত্বপূর্ণ বিষয়ে আরো বেশি কাজ করতে চাই এবং আমাদের কাজের পরিসর বিস্তৃত করতে চাই।

What do we do?

We train aspirant university students to prepare them to fight disinformation on a personal and professional level. Through a series of workshops and training programs, the mentees become proficient in analyzing the statements or statements of politicians and other public figures, various news stories spread through social media, news stories published in mainstream news, etc.

We run a website and Facebook page through which we communicate the results of our background checks. We organize various workshops, seminars, public lectures etc.

We would like to increase public/reader participation in our work in the near future. We have presence on Bangladesh’s most popular social media Facebook and video sharing app YouTube. We also want to expand activities on WhatsApp, Twitter, TikTok, and Instagram. We hope to improve both the efficiency and speed of our work by increasing our professional manpower. Through this we will be able to train more students as well. We want to work more on issues of public importance and expand our scope of work in collaboration with other social organizations, grassroots NGOs, and universities.

কীভাবে ফ্যাক্ট চেকিং করি আমরা

কাজের বেলায় পয়লা ধাপে আমরা বাছাই করি, কোন কোন জিনিস নিয়ে আমরা কাজ করবো। যেসব বিষয়ে অনেক ধোয়াশা, এদিক-ওদিক-সেদিক কয়েক ধরনের তথ্য পাওয়া যাচ্ছে, সিদ্ধান্ত নিতে মুশকিলে পড়ছেন জনগণ, তেমন সব বিষয় নিয়েও কাজ করি আমরা। আমরা যাচাই করার জন্য বিভিন্ন রকম দাবি বা তথ্য বাছাই করি এসব ক্ষেত্র থেকে:

  • রাজনীতিবিদ এবং বিভিন্ন জনগুরুত্বপূর্ণ মানুষজনের কথা বা বিবৃতি
  • সামাজিকও যোগাযোগ মধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন খবরাখবর
  • মূলধারার সংবাদ মধ্যমে প্রকাশিত হওয়া বিভিন্ন খবর

আমরা ঐ সব বিষয়ে দেশী বিদেশী ওয়েবসাইট, সংবাদপত্রের প্রতিবেদন, গবেষণাপত্র, প্রবন্ধ-নিবন্ধ, সোশ্যাল মিডিয়ায় পোস্ট, বিশেষজ্ঞ বা বিভিন্ন জনগুরুত্বপূর্ণ মানুষজন আর রাজনীতিবিদের বক্তব্য, প্রেস-রিলিজ ইত্যাদি যাচাই-বাছাই শুরু করি। যাচাই-বাছাই বা গবেষণা কাজে আমরা ভরসা করার মতো অনলাইন এবং অফলাইনে পাওয়া উত্স ব্যবহার করি। আমরা যথাসম্ভব প্রাথমিক উত্সের ওপর নির্ভর করি।

যেকোন তথ্য বা দাবির সত্যতা যাচাই করতে আমরা এর পক্ষে বিপক্ষে দুইদিকেই সাক্ষ্য-সাবুদ-আলামত জড়ো করে তুলনা করি। প্রয়োজনীয় গবেষণা সম্পন্ন করা সাপেক্ষে আমরা ঐ সংবাদটির সত্য/মিথ্যা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করি। এই পুরো প্রক্রিয়াটিকে আমাদের সিদ্ধান্ত সহ একটি প্রতিবেদনে রূপ দেই আমরা। প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে ফ্যাক্টওয়াচ সর্বোচ্চ পরিমাণ স্বচ্ছতা নিশ্চিত করে।

কোন একটা প্রতিবেদন আমাদের ওয়েবসাইটে ছাপা হবার পরে সেই বিষয়ে আমরা যদি নতুন তথ্য-প্রমাণ দেখতে পাই, আমরা তখনই সেগুলি যাচাই-বাছাই শুরু করি এবং দরকারে ব্যাখ্যাসহ শুধরে নেই ও তা স্পষ্টভাবে ওয়েবসাইটে জানিয়ে রাখি। এ বিষয়ে বিস্তারিত জানতে দেখুন: আমাদের কাজের পদ্ধতি

How do we do fact checking?

The first step in work is to choose which things we will work on. We also work on all the issues in which there is a lot of confusion, various types of information are available here and there, people are finding it difficult to make a decision. We select different claims or information to verify from these fields:

  • Words or statements of politicians and various public figures
  • Various news spread through social media
  • Various news published in mainstream news media

We start scrutinizing domestic and foreign websites, newspaper reports, research papers, articles, posts on social media, statements of experts or various important people and politicians, press releases etc. We use reliable online and offline sources for verification or research work. We rely on primary sources as much as possible.

To verify the truth of any information or claim, we compare the evidence for and against it. We take the decision regarding the truth/falseness of the news subject to the completion of necessary research. We compile this entire process into a report with our conclusions. FactWatch ensures maximum transparency in reporting.

If we come across new evidence after a report has been published on our website, we immediately start checking it and correct it with necessary clarifications and clearly state it on the website. For details on this see: Our working methods