“হজরত আদম (আঃ) এর পায়ের ছাপ” – ছবিটি মিথ্যা

21
“হজরত আদম (আঃ) এর পায়ের ছাপ” – ছবিটি মিথ্যা “হজরত আদম (আঃ) এর পায়ের ছাপ” – ছবিটি মিথ্যা

Published on: [post_published]

সম্প্রতি “হজরত আদম (আঃ) এর পায়ের ছাপ” শিরোনামে একটি ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। অনুসন্ধানে জানা যায়, ছবিতে দৃশ্যমান জায়গাটি ইন্দোনেশিয়ার তাপাকতুয়ান নামের একটি শহরে অবস্থিত। কথিত আছে, তুয়ান তাপা নামে এক তপস্বীর পায়ের ছাপ এটি। তবে এর পিছনে বৈজ্ঞানিক কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে এই ছবির সাথে হজরত আদম (আঃ) এর পায়ের ছাপের কোনো সম্পর্ক পাওয়া যায়নি। মূলত শ্রীলঙ্কার ‘আ্যাডামস পিক’ এর সাথে এই ছবিটিকে গুলিয়ে ফেলা হয়ে থাকতে পারে। তাই ফ্যাক্টওয়াচ এই দাবিটিকে “মিথ্যা” সাব্যস্ত করছে।

এমন কিছু ছবি দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে


ভাইরাল এই ছবিতে দেখা যাচ্ছে মানুষের বিশাল একটি পায়ের ছাপসদৃশ একটি জায়গা। ছাপের বাইরে এবং ভিতরে পানি দেখতে পাওয়া যাচ্ছে। এটিকেই মূলত হজরত আদম (আঃ) এর পায়ের ছাপ হিসেবে দাবি করা হচ্ছে।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

ভাইরাল ছবিটির সাহায্যে গুগল রিভার্স ইমেজ সার্চ করা “the mystery of the giant footprint in southern Atjej (Tapak Tuan)” শিরোনামে পাঁচ বছর আগের একটি ব্লগ পাওয়া যায়। এখানে সাম্প্রতিক সময়ে ভাইরাল ছবিটি দেখতে পাওয়া যায়।


আর্কাইভ লিংকটি দেখুন এখানে

পরবর্তীতে ব্লগ থেকে পাওয়া এই ছবিটি দিয়ে পুনরায় গুগল রিভার্স ইমেজ সার্চ করা হলে, “The story of jumbo footprints “tapak tuan tapa” in Aceh Indonesia” শিরোনামে ‘steemit’ নামে একটি ব্লগ সাইটের আরেকটি ব্লগ পাওয়া যায়। সেখান থেকে জানা যায়, এই জায়গাটির নাম তাপাকতুয়ান (Tapaktuan)। ইন্দোনেশিয়ার ‘Aceh’ নামক প্রদেশের দক্ষিণপশ্চিমে তাপাকতুয়ান নামের এই শহরের অবস্থান। ইন্দোনেশিয়ান এই তাপাকতুয়ান এর বাংলা অর্থ পায়ের ছাপ।

আর্কাইভ লিংকটি দেখুন এখানে

তাপাকতুয়ান সম্পর্কে বিস্তারিত জানতে গুগলে সার্চ করা হলে “Good News from Indonesia” এর ইন্দোনেশিয়ান ভাষায় প্রকাশিত একটি প্রতিবেদন সামনে আসে। ইংরেজি অনুবাদ করলে দেখা যায়, “The Legend of Tuan Tapa, The Giant foot in the Dragon City of Soith Aceh” শিরোনামে এই প্রতিবেদনে বলা হয় এই বিখ্যাত এই পায়ের ছাপ সদৃশ জায়গাটি প্রায় ২.৫ মিটার (৮.২ ফুট) প্রশস্ত এবং ৬ মিটার (১৯.৬ ফুট) লম্বা। বিশ্বাস করা হয় যে, শেখ তুয়ান তাপা (Sheikh Tuan Tapa) নামে বিশালদেহী এক তপস্বীর পায়ের ছাপ থেকেই জায়গাটির নামকরণ করা হয়েছে। তবে এমন দাবি শুধুমাত্রই মানুষের বিশ্বাস বা স্থানীয় পুরাকথা। এর পিছনে বৈজ্ঞানিক কোনো প্রমাণ পাওয়া যায়নি।

 


এ সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন এখানে

অর্থাৎ, এই ছবিটি আদমের পায়ের ছাপের নয় বরং ইন্দোনেশিয়ায় অবস্থিত সমুদ্রের তীরবর্তী একটি প্রাকৃতিক জায়গা। এর সাথে আদমের পায়ের ছাপের কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি।

অন্যদিকে, শ্রীলঙ্কার ‘আ্যাডামস পিক (Adam’s Peak)’ নামে একটি পাহাড়কে ঘিরে হজরত আদম (আঃ) এর পায়ের ছাপ এর গুঞ্জন পাওয়া যায়। শ্রীলঙ্কার রতনাপুর জেলায় অবস্থিত এই চূড়াকে ঘিরে হিন্দু, বৌদ্ধ, মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যে রয়েছে ভিন্ন ভিন্ন বিশ্বাস। তামিল অনেক হিন্দুদের মতে এটি ‘শিব’ এর পায়ের ছাপ, শ্রীলঙ্কার বৌদ্ধদের মতে এটি ‘সামান’ এর পায়ের ছাপ এবং কিছু মুসলিম এবং খ্রিস্টানদের কাছে এটি ‘আদম (Adam)’ এর পায়ের ছাপ। তবে এর কোনোটির পিছনেই বৈজ্ঞানিক কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি।

আ্যাডামস পিক সম্পর্কে বিস্তারিত জানতে উইকিপিডিয়ার এই বর্ণনাটি পড়ুন এখানে

অতএব, এই বিষয়টি পরিষ্কার যে বর্তমানে ভাইরাল ছবিটি ইন্দোনেশিয়ার তাপাকতুয়ান শহরে অবস্থিত। স্থানীয়ভাবে কথিত রয়েছে যে, শেখ তুয়ান তাপা নামের এক তপস্বীর পায়ের ছাপ এটি। তবে এর পক্ষে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এই পায়ের ছাপের সাথে হজরত আদম (আঃ) এর কোনো সম্পর্কও খুঁজে পাওয়া যায়নি। অন্যদিকে, শ্রীলঙ্কার ‘আ্যাডামস পিক’ নিয়ে হজরত আদম (আঃ) এর পায়ের ছাপের একটি দাবি পাওয়া যায়। মূলত এর সাথেই তাপাকতুয়ানের এই ছবিটিকে গুলিয়ে ফেলা হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। তাই ফ্যাক্টওয়াচ এই শিরোনামসহ ছবিটিকে “মিথ্যা” চিহ্নিত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

No Factcheck schema data available.