যা দাবি করা হচ্ছে : সময় টিভির বরাত দিয়ে দাবি করা হচ্ছে, আগামী ৭২ ঘন্টার জন্য ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।
অনুসন্ধানে যা পাওয়া যাচ্ছে : সময় টিভি বা অন্য কোনো গণমাধ্যমে বিমানবন্দর আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করার কোনো খবর পাওয়া যায়নি। তবে বিমানবন্দর অভিমুখী সড়কে আজ (১৬ই জুলাই) দুপুরে রাস্তা অবরোধ চলছিল।
সময় টিভি’র ফেসবুক পেজ , ইউটিউব চ্যানেল কিংবা ওয়েবসাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করার কোনো খবর দেখা যাচ্ছে না।
এছাড়া ,সময় টিভির ওয়েবসাইটে দুপুর ২ টা ৪২ মিনিটে প্রকাশিত এই খবরে জানানো হয়েছে, আগামী ৭২ ঘণ্টার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে বলে গুজব ছড়ানো হচ্ছে ফেসবুকে। এতে সূত্র হিসেবে সময় টেলিভিশনের কথা বলা হচ্ছে।
প্রকৃতপক্ষে সময় সংবাদ এমন কোনো খবর প্রকাশ করেনি। কর্তৃপক্ষও শাহজালাল বিমানবন্দর বন্ধের কোন ঘোষণা দেয়নি।
আন্তর্জাতিক ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট, ফ্লাইট রাডার ২৪ ডট কম পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিতই বিমান ওঠানামা করছে, এবং আগামী কয়েক ঘন্টায় অনেকগুলো ফ্লাইট আগমন এবং নির্গমনের সময়সূচী নির্ধারিত রয়েছে ।
আজ ১৬ই জুলাই বেলা ১১টার পর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিমানবন্দর অভিমুখী উত্তরা এবং মহাখালী’র সড়ক অবরোধের খবর পাওয়া যাচ্ছে। তবে এসব কারণে বিমান উড্ডয়নের সময়সূচি পরিবর্তন বা বাতিলের কথা শোনা যায়নি।
সাধারণত, সাইক্লোনের মত বড় কোনো প্রাকৃতিক দুর্যোগে বিমানবন্দরসমূহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। যেমন গত ২৬শে মে তারিখে ঘূর্ণিঝড় রেমাল এর সময়ে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর ৮ ঘন্টা এবং কোলকাতার দমদম বিমানবন্দর ২১ ঘন্টার জন্য বন্ধ রাখা হয়েছিল । তবে একটানা ৭২ ঘন্টা বিমানবন্দর বন্ধ রাখার ঘটনা সাধারণত দেখা যায় না।
সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ ফেসবুকে ছড়িয়ে পড়াকে এইসকল দাবিকে ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।