অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবিতে ফেব্রুয়ারি মাসজুড়ে হরতালসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। এর প্রেক্ষিতে ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে একাধিক ভুয়া ফটোকার্ড। এ ফটোকার্ডগুলোতে দাবি করা হয়েছে আওয়ামী লীগের এসব কর্মসূচির ব্যাপারে বর্তমানে দুই রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াতে ইসলামীর আপত্তি নেই। কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যাচ্ছে, এসব ফটোকার্ড এবং তথ্য দুটোই বানোয়াট।
ফটোকার্ড-১
“আওয়ামী লীগ কর্মসূচি দিতেই পারে। আমরা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। কোনো দলের রাজনৈতিক অধিকার হরণের পক্ষে নই“- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন বিবৃতি দিয়েছেন দাবিতে ফেসবুকে বিবিসি বাংলার আদলে বানানো একটি ফটোকার্ড ছড়িয়েছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।
বিবিসি বাংলার ওয়েবসাইট এবং ফেসবুক পেজ অনুসন্ধান করে এমন কোনো ফটোকার্ড পাওয়া যায় না। এছাড়া মূলধারার গণমাধ্যমে মির্জা ফখরুলের এমন মন্তব্য পাওয়া যায়নি।
ফটোকার্ড-২
“আমরা আওয়ামী লীগের কর্মসূচীতে বাধা দিতে চাই না: জামাত আমির” – এমন উক্তিসহ দৈনিক কালের কণ্ঠের আদলে বানানো আরেকটি ফটোকার্ড পাওয়া যাচ্ছে ফেসবুকে। কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে।
কালের কণ্ঠের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ অনুসন্ধান করে দেখা যাচ্ছে, তারা এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। বরং কালের কণ্ঠ একটি সতর্কতামূলক প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছে তাদের নাম ব্যবহার করে ছড়ানো এই ফটোকার্ডটি ভুয়া। মূলধারার গণমাধ্যমেও এই দাবির স্বপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এসব ফটোকার্ডকে “মিথ্যা” সাব্যস্ত করছে।
Claim: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবিতে ফেব্রুয়ারি মাসজুড়ে হরতালসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। এর প্রেক্ষিতে ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে একাধিক ভুয়া ফটোকার্ড। এ ফটোকার্ডগুলোতে দাবি করা হয়েছে আওয়ামী লীগের এসব কর্মসূচির ব্যাপারে বর্তমানে দুই রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াতে ইসলামীর আপত্তি নেই।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh