বাংলাদেশ আওয়ামী লীগ আগামী ২৮শে অক্টোবর অনুষ্ঠিতব্য সমাবেশ স্থগিত করেছে মর্মে একটি খবর ফেসবুকে ছড়িয়ে পড়েছে । এই খবরের সাথে একাধিক সংবাদমাধ্যমের ফটোকার্ড এবং প্রেস বিজ্ঞপ্তিও ছড়িয়ে পড়েছে , যার সবই ভুয়া বলে প্রমাণিত হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকেও জানানো হচ্ছে, সমাবেশ স্থগিত করার প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া, এবং তাদের সমাবেশ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে । সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এসব পোস্টকে “মিথ্যা” সাব্যস্ত করছে।
প্রথমত, দৈনিক প্রথম আলোর ২৭শে অক্টোবরের তারিখযুক্ত একটি ভূয়া ফটোকার্ডে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্ধৃত করে বলা হচ্ছে, একই দিনে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন কর্মসূচী থাকায় ২৮ অক্টোবরের আওয়ামী লীগের শান্তি সমাবেশ স্থগিত।
দ্বিতীয়ত , দৈনিক কালবেলার একটি ফটোকার্ডে জানানো হচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগের ২৮শে অক্টোবরের সমাবেশ স্থগিত।
তৃতীয়ত , বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হচ্ছে, ২৮শে অক্টোবর, ২০২৩ তারিখে চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেলের শুভ উদ্বোধন এর প্রেক্ষিতে ঢাকায় সমাবেশ স্থগিত করা হল। সমাবেশের পরিবর্তিত সময়সূচি ২৯শে ডিসেম্বর ২০২৩ তারিখে ঘোষণা করা হবে।
অনেকে এক বা একাধিক কার্ড ও প্রেস বিজ্ঞপ্তিসহ সমাবেশ স্থগিতের খবরটি পোস্ট করছেন। এসব ফটোকার্ড বা প্রেস বিজ্ঞপ্তি ছাড়াই কেউ কেউ নিজেদের ওয়ালে ২৮ অক্টোবর আওয়ামী লীগের সমাবেশ স্থগিত মর্মে স্ট্যাটাস দিচ্ছেন।
ফ্যাক্টওয়াচ বিশ্লেষণ
প্রথম আলো’র ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ২৭শে অক্টোবর বেলা ১১ঃ৩০ মিনিটে প্রকাশ করা একটি পোস্টের মাধ্যমে জানানো হয়েছে, প্রথম আলো’র নামে ছড়ানো এই ছবি ও তথ্য নকল ।
অন্য কোনো সংবাদমাধ্যমের সূত্রেও জনাব ওবায়দুল কাদেরকে সমাবেশ স্থগিত সংক্রান্ত কোনো ঘোষণা দিতে দেখা যায়নি।
বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ২৭শে অক্টোবর বেলা ১১ঃ৪২ মিনিটে প্রকাশ করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হচ্ছে, আওয়ামী লীগের প্যাড ও স্বাক্ষর জালিয়াতি করে একটি চিহ্নিত মহল আগামীকাল অনুষ্ঠিতব্য শান্তি ও উন্নয়ন সমাবেশ স্থগিতের ভুয়া প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে।
এই প্রেস বিজ্ঞপ্তিতে আরো নিশ্চিত করা হয়, আগামীকাল ২৮ অক্টোবর ২০২৩, শনিবার দুপুর ২টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এর দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ-এর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।
কালবেলার ফেসবুক পেজে ২৭শে অক্টোবর তারিখে আলোচিত ফটোকার্ডটি দেখা যাচ্ছেনা । এছাড়া কালবেলার আসল ফটোকার্ড এর বাক্যের সাথে ছড়িয়ে পড়া এই কার্ডের বাক্যের ফন্টে অমিল দেখা যাচ্ছে।
চিত্র : কালবেলার আসল ফটোকার্ড (বামে ) এবং এডিটেড ফটোকার্ড (ডানে)
এছাড়া, একাধিক মূলধারার গণমাধ্যম নিশ্চিত করছে, ২৮শে অক্টোবর আওয়ামী লীগ তাদের সমাবেশ স্থগিত করেনি। বরং সমাবেশ স্থগিতের গুজব ছড়িয়ে পড়ছে। এমন কিছু খবর দেখুন এখানে , এখানে ।
সার্বিক বিবেচনায় , আওয়ামী লীগের সমাবেশ স্থগিতের দাবিযুক্ত সকল ফেসবুক পোস্টকে ফ্যাক্টওয়াচ ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।