সম্প্রতি কচ্ছপ-সদৃশ একটি প্রাণীর ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হচ্ছে, প্রাণীটি সৌদি আরবের কবরস্থানে বসবাস করে এবং কবরে ঢুকে মৃত মানুষের দেহ খায়। তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে দাবিটি মিথ্যা। প্রাণীটির নাম আ্যালিগেটর স্ন্যাপিং টারটল (Alligator Snapping Turtle) এবং এটি উত্তর আমেরিকার প্রাণী। ভাইরাল টিকটক ভিডিওতে ন্যারেটরকে তাই বলতে দেখা যায়। প্রাণীটি মোটেও মানুষের মত চিৎকার করছে না। ভিডিওতে ব্যবহৃত সাউন্ড মূলত টিকটকের একটি কৃত্রিম সাউন্ড এফেক্ট। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ একে মিথ্যা সাব্যস্ত করছে।
ভিডিওটিতে কয়েকটি দাবি করা হচ্ছে। প্রথমত, প্রাণীটি সৌদি আরবের কবরস্থানে বাস করে; দ্বিতীয়ত, এটি মানুষের কবরে ঢুকে লাশ খায়; তৃতীয়ত, এটি হুবহু মানুষের মত চিৎকার করতে পারে।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান
ভাইরাল ভিডিও থেকে স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ২০১৯ সালে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। কিন্তু সেখানে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। পরবর্তীতে ফেসবুকে ভাইরাল এই ভিডিওতে একটি টিকটক একাউন্টের নাম দেখতে পাওয়া যায়। যা ইউটিউব ভিডিওটিতেও দেখা যায়। “@mdanford1105” নামটির সাহায্যে অনুসন্ধান করা হলে মূল টিকটক একাউন্টটি পাওয়া যায়। সেখানে ১০ ফেব্রুয়ারি, ২০১৯ এ প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
লক্ষ্য করলে দেখা যাবে, ভিডিওর ক্যাপশনে “Scream, Man – Authentic Sound Effects” নামে একটি সাউন্ডের উল্লেখ রয়েছে। এ সম্পর্কে অনুসন্ধান করে জানা যায়, এটি টিকটকের একটি সাউন্ড এফেক্ট। ভাইরাল ভিডিওটির সাথে এই সাউন্ড এফেক্টটি জুড়ে দেওয়া হয়েছে। এতে করে মনে হচ্ছে, উক্ত প্রাণীটি এভাবে চিৎকার করছে। এই সাউন্ড এফেক্টসহ কিছু ভিডিও দেখুন এখানে।
ভিডিওতে দেখানো এই প্রাণীটির পরিচয় জানতে অনুসন্ধান করা হলে দেখা যায়, ভিডিওটির ক্যাপশনে একে “Aligator” এবং “Snapping Turtle” হিসেবে পরিচয় দেওয়া হচ্ছে। বিস্তারিত অনুসন্ধান করা হলে জানা যায়, প্রাণীটির নাম “Alogator Snapping Turtle“। এটি উত্তর আমেরিকার একটি প্রাণী।
ভাইরাল ফেসবুক ভিডিওতে উল্লেখিত প্রত্যেকটি দাবির সাথে ফ্যাক্টওয়াচের অনুসন্ধান পর্যবেক্ষণ করলে দেখা যাচ্ছেঃ
১। এই প্রাণীর বসবাস সৌদি আরবে নয়, উত্তর আমেরিকায়। উত্তর আমেরিকার পরিষ্কার পানির কচ্ছপদের মধ্যে সবচেয়ে বড় এটি।
২। এই কচ্ছপটির খাদ্যাভ্যাস পর্যালোচনা করলে দেখা যায়, এটি মাংসাশী প্রাণী। মানুষের কবরে ঢুকে লাশ খাওয়ার কোনো তথ্য পাওয়া না গেলেও এটি নিশ্চিত যে, মৃত বা জীবিত যেকোন প্রাণীকেই এটি খেয়ে থাকে।
৩। এই প্রাণীটি মানুষের মত চিৎকার করে এই দাবির পক্ষে কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। বরং “France 24” এর একটি তথ্য যাচাই প্রতিবেদনে বলা হচ্ছে, এই প্রাণী মোটেই মানুষের মত চিৎকার করে না। “এর থেকে একটি শব্দই শুনতে পাওয়া যায় সেটি হচ্চে “হিস (Hiss)”, তাও খুব একটা উচ্চস্বরে নয়”। ভাইরাল টিকটক ভিডিওতে একটি কৃত্রিম সাউন্ড এফেক্ট ব্যবহার করা হয়েছে সেটি এই প্রাণীর শব্দ নয়।
অতএব, বিষয়টি পরিষ্কার যে ভাইরাল ভিডিও সম্পর্কে যে দাবিগুলো করা হচ্ছে তার সবগুলোই অসংগতিপূর্ণ এবং মিথ্যা। তাই ফ্যাক্টওয়াচের বিবেচনায় এমন দাবিসম্পন্ন ফেসবুক পোস্টগুলোকে “মিথ্যা” চিহ্নিত করা হচ্ছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?