৬ কোটি টাকার ফুল বিক্রির ঘটনাকে কনডম বিক্রি বলে প্রচার

16
৬ কোটি টাকার ফুল বিক্রির ঘটনাকে কনডম বিক্রি বলে প্রচার ৬ কোটি টাকার ফুল বিক্রির ঘটনাকে কনডম বিক্রি বলে প্রচার

Published on: [post_published]

সম্প্রতি সামাজিক মাধ্যমে “১ দিনেই ৬ কোটি টাকার কনডম বিক্রি” টেক্সট সংবলিত একটি ছবি শেয়ার হতে দেখা যাচ্ছে। তবে, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যায়, ১৩ই ফেব্রুয়ারি ২০১৯ এ প্রথম আলোতে প্রকাশিত “এক দিনেই ৬ কোটি টাকার ফুল বিক্রি” শীর্ষক প্রতিবেদনটির শিরোনামকে বিকৃত করে সামাজিক মাধ্যমে শেয়ার করা হচ্ছে। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবিটিকে “বিকৃত” বলে সাব্যস্ত করছে।

সামাজিক মাধ্যমে শেয়ারকৃত বিকৃত ছবিটির কিছু নমুনা দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে

প্রথম আলো “১ দিনেই ৬ কোটি টাকার কনডম বিক্রি” শিরোনামে কোন প্রতিবেদন করেছে কিনা তা যাচাই করতে আমরা শেয়ারকৃত ছবিটির টেক্সটি কপি করে গুগল সার্চ করি এবং ১৩ই ফেব্রুয়ারি, ২০১৯ এ প্রকাশিত প্রথম আলোর একটি প্রতিবেদন খুঁজে পাই। উক্ত প্রতিবেদনটির শিরোনাম ছিলো “এক দিনেই ৬ কোটি টাকার ফুল বিক্রি” এবং বিষয়বস্তু ছিলো পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে যশোরে অবস্থিত দেশের বৃহৎ ফুলের মোকাম (আড়ত) থেকে ঢাকাসহ বিভিন্ন জেলায় কোটি টাকার ফুল পাঠানো হয়েছে। তবে, একদিনে ৬ কোটি টাকার কনডম বিক্রি হয়েছে – এমন তথ্য কোন গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।

 

দৈনিক প্রথম আলোপুরানো প্রতিবেদনটির শিরোনাম থেকে “ফুল” শব্দটি মুছে “কনডম” শব্দটি বসিয়ে পুরো শিরোনামটিকে বিকৃত করে ছবিটি বর্তমানে শেয়ার করা হচ্ছে।

সুতরাং, ফ্যাক্টওয়াচ এর রেটিং অনুযায়ী এটি একটি “বিকৃত” ছবি

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.