তারেক রহমানের সামনের টেবিলে মদের বোতলের ছবি এডিট করে বসানো 

30
তারেক রহমানের সামনের টেবিলে মদের বোতলের ছবি এডিট করে বসানো  তারেক রহমানের সামনের টেবিলে মদের বোতলের ছবি এডিট করে বসানো 

Published on: [post_published]

সম্প্রতি ফেসবুকে একটি ছবি পাওয়া যাচ্ছে যেখানে একজন ব্যক্তির সাথে সাক্ষাৎকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সামনের টেবিলে বিভিন্ন প্রকার মদের বোতল দেখা যাচ্ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, লন্ডনে তারেক রহমানের সাথে সাক্ষাৎকারের ছবিগুলো প্রাক্তন এমপি শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি গত ৮ মে তার ফেসবুক প্রোফাইল থেকে শেয়ার করেছিলেন। সে ছবিতে তাদের সামনের ফাঁকা টেবিলে এডিট করে মদের বোতল বসিয়ে সাম্প্রতিক সময়ে ফেসবুকে পোস্ট করা হয়েছে। তাই ফ্যাক্টওয়াচ এ পোস্টকে “বিকৃত” আখ্যা দিচ্ছে। 

 

গুজবের উৎস:

গত ২৭ জুলাই মিস্টার ১০ পারসেন্ট– Mr. 10 Percent নামক একটি ফেসবুক পেইজ থেকে তারেক রহমানের উক্ত ছবিসম্বলিত পোস্ট শেয়ার করা হয়। পোস্টটি পর্যন্ত অন্তত ৭৮ বার শেয়ার করা হয়েছে। পরবর্তীতে আরও কিছু ফেসবুক প্রোফাইল থেকেও ছবি শেয়ার করা হয়। কিছু পোস্ট দেখুন এখানে

 

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান: 

ছবিটির মূল উৎস সন্ধান করতে গিয়ে দেখা যাচ্ছে বছর মে ফেসবুকে বিএনপিসমর্থক রাজনীতিবিদ এবং প্রাক্তন এমপি শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে লন্ডনে তারেক রহমানের সাথে সাক্ষাৎকারের ছবিগুলো শেয়ার করেছিলেন। মূল ছবিতে দেখা যাচ্ছে তাদের সামনের টেবিলটি সম্পূর্ণ ফাঁকা, মদের বোতল বা অন্য কোনো বস্তু নেই।

 

এছাড়াও মে’র কাছাকাছি সময়ে ফেসবুকে বিভিন্ন পেইজ এবং প্রোফাইল থেকে তারেক রহমানের সাথে সাক্ষাৎকারের ছবিগুলো পোস্ট করা হয় (দেখুন এখানে, এখানে, এখানে, এখানে) ছবিগুলোতেও তারেক রহমানের সামনের টেবিলটি ফাঁকা দেখা যাচ্ছে।

পুরোনো ছবিগুলো থেকে স্পষ্ট যে, তারেক রহমানের সামনের টেবিলের মদের বোতলগুলো সম্পাদিত করে বসানো হয়েছে। তাই ফ্যাক্টওয়াচ পোস্টকেবিকৃত” সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.