সম্প্রতি ফেসবুকে একটি ছবি পাওয়া যাচ্ছে যেখানে একজন ব্যক্তির সাথে সাক্ষাৎকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সামনের টেবিলে বিভিন্ন প্রকার মদের বোতল দেখা যাচ্ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, লন্ডনে তারেক রহমানের সাথে সাক্ষাৎকারের ছবিগুলো প্রাক্তন এমপি শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি গত ৮ মে তার ফেসবুক প্রোফাইল থেকে শেয়ার করেছিলেন। সে ছবিতে তাদের সামনের ফাঁকা টেবিলে এডিট করে মদের বোতল বসিয়ে সাম্প্রতিক সময়ে ফেসবুকে পোস্ট করা হয়েছে। তাই ফ্যাক্টওয়াচ এ পোস্টকে “বিকৃত” আখ্যা দিচ্ছে।
গুজবেরউৎস:
গত২৭জুলাইমিস্টার১০পারসেন্ট– Mr. 10 Percentনামকএকটিফেসবুকপেইজথেকেতারেকরহমানেরউক্তছবিসম্বলিতপোস্টশেয়ারকরাহয়।পোস্টটিএপর্যন্তঅন্তত৭৮বারশেয়ারকরাহয়েছে।পরবর্তীতেআরওকিছুফেসবুকপ্রোফাইলথেকেওএছবিশেয়ারকরাহয়।কিছুপোস্টদেখুনএখানে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।