সম্প্রতি ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানী জেল থেকে ফিরে লাইভে এসেছেন বিষয়ক একটি ভিডিও ভাইরাল হয়েছে। অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি আসলে দুইটি সম্পূর্ণ ভিন্ন ভিডিও ডিজিটাল প্রযুক্তির সাহায্যে জোড়া দিয়ে প্রচার করা হচ্ছে। রফিকুল ইসলাম মাদানীর ভিডিওটি ১৯ জুলাই ২০২০ এ বিভিন্ন সামাজিক মাধ্যমে তার শেষ লাইভ হিসেবে প্রচারিত হয়েছিল। আর অন্য ভিডিওর অংশটি ফেসবুক পেজ “Face The People – ফেস দ্যা পিপল” থেকে ২৭ জুন ২০২২ তারিখে প্রচারিত একটি লাইভ টক-শো থেকে নেয়া হয়েছে। মূলত রফিকুল ইসলাম মাদানীর দুই বছর আগের পুরনো ভিডিওটির সাথেই “ফেস দ্যা পিপল” এর টকশো একত্রে এডিট করে মিথ্যা শিরোনামে ভাইরাল করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।
“এই মাত্র পাওয়া জেল থেকে ছাড়া পেয়ে লাইভে এসে যা বললেন শিশু বক্তা রফিকুল ইসলাম” শিরোনামে প্রচারিত ভিডিওটিতে দেখা যায় রফিকুল ইসলাম সহ দু’জন বক্তা একটি টক-শো তে রয়েছেন। ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, রফিকুল ইসলাম এর বক্তব্যের অংশটুকু ঐ টকশো এর আরেকজন বক্তার স্থলে প্রতিস্থাপন করা হয়েছে এডিট করে। রফিকুল ইসলামের ভিডিওটির পেছনে থাকা ভিডিওতে সেই বক্তার নামের অংশও দেখা যাচ্ছে।
বিভিন্ন কী-ওয়ার্ডের মাধ্যমে অনুসন্ধান করে ‘Salehi Media’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে রফিকুল ইসলাম মাদানীর ২০২০ সালের একটি ক্ষমা চাওয়ার ভিডিও পাওয়া যায়। “শেষ লাইভ শেষ ওয়াজ বক্তা রফিকুল ইসলাম মাদানীর || লাইভে এসে ক্ষমা চাইলো দেখুন” শিরোনামে ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে।
মূলত রফিকুল ইসলাম মাদানীর সেই পুরনো ভিডিওটি গত ২৭ জুন Face The People – ফেস দ্যা পিপল এর “#পদ্মাসেতুর_নাট_বল্টু_নিয়ে_ষড়যন্ত্র_নাকি_ত্রুটি_?” শিরোনামের লাইভ টক শো’র ভিডিওর সাথে জুড়ে দেয়া হয়েছে। “ফেস দ্যা পিপল” এর টক-শোটি তে রফিকুল ইসলাম মাদানী উপস্থিত ছিলেন না।
বর্তমানে কোন জাতীয় সংবাদমাধ্যমে রফিকুল ইসলাম মাদানীর “জেল থেকে মুক্তি” বিষয়ে কোন সংবাদ প্রচারিত হয়নি। সুতরাং, ভাইরাল ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে জেল থেকে ফিরে রফিকুল ইসলাম মাদানীর ফেসবুক লাইভে আসা একটি ভিত্তিহীন দাবি। তিনি “Face The People-ফেস দ্যা পিপল” এর সাথে সম্প্রতি কোন টকশোতে অংশগ্রহণ করেননি। তাই ফ্যাক্টওয়াচ এই শিরোনামের সকল ভাইরাল ভিডিওগুলোকে “বিকৃত” সাব্যস্ত করেছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?