যমুনা টিভির নামে জামায়াতে ইসলামীর আমিরের ভূয়া বক্তব্য প্রচার 

154
যমুনা টিভির নামে জামায়াতে ইসলামীর আমিরের ভূয়া বক্তব্য প্রচার 
যমুনা টিভির নামে জামায়াতে ইসলামীর আমিরের ভূয়া বক্তব্য প্রচার 

জামায়াতে ইসলামের কেউ কখনো বলাৎকার করে নি, কওমী মাদ্রাসার আলেমরা এসব করে – বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এমন মন্তব্য করেছেন দাবিতে যমুনা টিভির আদলে বানানো একটি ফটোকার্ড ফেসবুকে পাওয়া যাচ্ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যাচ্ছে, যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া। যমুনা টিভিসহ অন্য কোনো সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশিত হয় নি। তাই ফ্যাক্টওয়াচ এ পোস্টকে “মিথ্যা” আখ্যা দিচ্ছে।

গুজবের উৎস

৩০ সেপ্টেম্বর থেকে ফেসবুকে ফটোকার্ডটি ছড়াতে থাকে। কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

যমুনা টিভির ওয়েবসাইট, ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেল সন্ধান করে এমন কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায় নি। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান উক্ত মন্তব্য করেছেন বলে মূলধারার গণমাধ্যমে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায় নি। এছাড়া বানোয়াট ফটোকার্ডের ওপরে ডানদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো সংযুক্ত করা হয়েছে। কিন্তু যমুনা টিভি থেকে প্রকাশিত এ ধরনের ফটোকার্ডে সাধারণত মন্তব্যকারী ব্যক্তির ছবি সংযুক্ত করা হয়, সংগঠনের লোগো নয়।

সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ এই বানোয়াট ফটোকার্ডকে মিথ্যা সাব্যস্ত করছে।

No Factcheck schema data available.

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh