অভিনেত্রী আঁচল তিওয়ারির মৃত্যুর গুজব

89
অভিনেত্রী আঁচল তিওয়ারির মৃত্যুর গুজব
অভিনেত্রী আঁচল তিওয়ারির মৃত্যুর গুজব

Published on: [post_published]

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে এই মর্মে, খবর ছড়িয়েছে যে, সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতের অভিনেত্রী আঁচল তিওয়ারি। তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে, আঁচল তিওয়ারি নামে একজন ভোজপুরী সঙ্গীতশিল্পী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। অভিনেত্রী আঁচল তিওয়ারি মারা যায়নি। বরং নিজের মৃত্যু সংবাদ দেখে এ অভিনেত্রী সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন। পোস্টে তিনি লেখেন, আমি বেঁচে আছি। এ ধরণের সংবাদ প্রকাশের আগে যাচাই করে নেওয়া উচিত। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এই পোস্টগুলোকে বিভ্রান্তিকর সাব্যস্ত করছে।

এমন কয়েকটি পোস্টের নমুনা দেখুন, এখানে, এখানে এখানে, এখানে এবং এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

বিভিন্ন কি-ওয়ার্ড সার্চ করে দেখা যায়, ২৭ ফেব্রুয়ারি ২০২৪ বিহারের কাইমুর জেলায় একটি এসইউভি এবং মোটরবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভোজপুরি গায়িকা আঁচল তিওয়ারি, সঙ্গীতশিল্পী ছোটু পান্ডে-সহ আট জন প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনাটি নিয়ে hindustantimes পত্রিকা থেকে প্রকাশিত একটি প্রতিবেদনে আরো বিস্তারিত জানুন এখানে

তবে তাত্‌ক্ষণিকভাবে কিছু ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, উক্ত সড়ক দুর্ঘটনায় ‘পঞ্চায়েত’-খ্যাত অভিনেত্রী আঁচল তিওয়ারি প্রাণ হারিয়েছেন। সংবাদটির সাথে অভিনেত্রী আঁচল তিওয়ারির একটি ছবিও পোস্ট করা হয়েছে। পরবর্তীতে অভিনেত্রী আঁচল তিওয়ারির মৃত্যুর সংবাদটি বাংলাদেশী গণমাধ্যমেও ঢালাওভাবে প্রচারিত হতে থাকে। সামাজিক মাধ্যমে নিজের মৃত্যুসংবাদ দেখে এ অভিনেত্রী তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে জানান “আমি বেঁচে আছি। এমন সংবাদ প্রকাশের আগে একবার যাচাই তো করে নিন, মিথ্যে খবর এগুলো।”

 

অভিনেত্রী আঁচল তিওয়ারি  পোস্টকে সূত্র ধরে সময় টিভি থেকে “মৃত্যুর খবর দেখে অভিনেত্রী আঁচল বললেন, আমি বেঁচে আছি” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যা দেখতে পাবেন এখানে। একই ঘটনাটির উপরে দেশ টিভি থেকে প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম হলো – দুর্ঘটনায় মৃত্যুর খবর, আঁচল তিওয়ারি বললেন ‘বেঁচে আছি’। প্রতিবেদনটির লিংক এখানে

 

মূলত, সড়ক দুর্ঘটনার পরে আঁচল তিওয়ারি নামটি নিয়ে বিভ্রান্তি শুরু হয়েছে। যে আঁচল তিওয়ারি মারা গেছেন তিনি একজন গায়িকা। অথচ যে আঁচল তিওয়ারির ছবি পোস্ট করে সংবাদ প্রকাশ করা হয়েছে তিনি একজন অভিনেত্রী।

অর্থাৎ অভিনেত্রী আঁচল তিওয়ারিকে নিয়ে ফেসবুকে যে দাবি ছড়িয়েছে তা তিনি নিজেই পোস্ট করে মিথ্যা ও গুজব হিসেবে উল্লেখ করেছেন।

তাই সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ অভিনেত্রী আঁচল তিওয়ারিকে নিয়ে সামাজিক মাধ্যমে শেয়ারকৃত দাবিগুলোকে “বিভ্রান্তিকর” বলে চিহ্নিত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.