বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরুরি বৈঠক নিয়ে ঢাকা পোস্টের নামে ভূয়া ফটোকার্ড

61
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরুরি বৈঠক নিয়ে ঢাকা পোস্টের নামে ভূয়া ফটোকার্ড
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরুরি বৈঠক নিয়ে ঢাকা পোস্টের নামে ভূয়া ফটোকার্ড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরুরি বৈঠকে শিবির, হিজবুত তাহরির সহ জঙ্গিদের সাথে বৈঠক, যেকোন আন্দোলন দমনে সশস্ত্র প্রতিরোধের সিদ্ধান্ত– এমন সংবাদ সম্বলিত ঢাকা পোস্টের আদলে বানানো একটি ফটোকার্ড ফেসবুকে পাওয়া যাচ্ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যাচ্ছে, ঢাকা পোস্টসহ মূলধারার গণমাধ্যমে এমন কোনো সংবাদ প্রকাশিত হয় নি। ঢাকা পোস্ট থেকে একই দিনে প্রকাশিত একটি ফটোকার্ড এডিট করে ভূয়া ফটোকার্ডটি বানানো হয়েছে। তাদের অফিসিয়াল ফেসবুক পেইজ একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। তাই ফ্যাক্টওয়াচ এ পোস্টকে “বিকৃত” আখ্যা দিচ্ছে।

গুজবের উৎস

২৫ নভেম্বর থেকে ফেসবুকে ফটোকার্ডটি ছড়াতে থাকে। কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

ঢাকা পোস্টের ওয়েবসাইট এবং ফেসবুক পেইজ সন্ধান করে এমন কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায় না। বরং ঢাকা পোস্ট তাদের ফেসবুকে পেইজে পোস্ট করে জানাচ্ছে যে এই তাদের নামে ছড়ানো এই ফটোকার্ড ও তথ্য ভূয়া।

গণমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২৫ নভেম্বর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ১৮ টি ছাত্রসংগঠনের সঙ্গে জরুরি বৈঠক করে। ১৮ টি ছাত্রসংগঠনের মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি, ঢাবি ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি, স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের সভাপতি, ইসলামী শাসনতন্ত্রের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, সাংগঠনিক সম্পাদক ও পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি, ছাত্র ফেডারেশনের সভাপতি, সেক্রেটারি প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকে ফ্যাসিবাদবিরোধী সব ছাত্রসংগঠনের সমন্বয়ে আগামী এক সপ্তাহ ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ পালনের ঘোষণা দেওয়া হয়।

তাই সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ সম্পাদিত এ ফটোকার্ডকে বিকৃত সাব্যস্ত করছে।

No Factcheck schema data available.

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh