সম্প্রতি “বিয়ের আগে গর্ভধারণ করতে চেয়ে বাবার কাছে অনুমতি চাইলো মেয়ে” এমন শিরোনামে অনুরাগ কশ্যপ ও তাঁর মেয়ে সম্পর্কিত একটি খবর সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। অনুসন্ধানে জানা যায়, গত ২০ জুন ২০২১ তারিখে অনুরাগ কশ্যপের মেয়ে আলিয়া কশ্যপ তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেন। সেখানে আলিয়া তার ফলোয়ারদের থেকে আসা বিভিন্ন প্রশ্ন অনুরাগকে জিজ্ঞেস করেন। এমনই একটি প্রশ্ন ছিলো, যদি সে তার বাবাকে এসে বলে যে সে গর্ভবতী তাহলে তার বাবার প্রতিক্রিয়া কেমন হবে? অর্থাৎ, এমনটা হয়নি যে আলিয়া তার বাবার থেকে গর্ভধারণের অনুমতি চেয়েছে, বরং কল্পিত একটি অবস্থায় তার বাবার মতামত জানতে চাওয়া হয়েছে। অতএব এমন একটি শিরোনামসহ খবরকে ফ্যাক্টওয়াচ “বিভ্রান্তিকর” সাব্যস্ত করছে।
‘sahidajannat.news’ নামে একটি ওয়েবপোর্টাল থেকে প্রকাশিত এই খবরটি দেখুন এখানে।
উক্ত খবরে অনুরাগ কশ্যপ এবং তার মেয়ের একটি ছবি দেখতে পাওয়া যায়। সেখানে দাবি করা হচ্ছে, অনুরাগের মেয়ে তার কাছে বিয়ের আগে গর্ভধারণের অনুমতি চেয়েছে। সেখানে এমন একট তথ্যের কোনো সূত্র উল্লেখ করা হয়নি।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান
উক্ত খবরে উল্লেখিত প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ডের মাধ্যমে গুগলে সার্চ করা হলে ইন্ডিয়া টিভির এই সংক্রান্ত একটি প্রতিবেদন সামনে আসে। “Anurag Kashyap’s reaction if Aaliyah gets pregnant: ‘Whatever choices you make, I will accept it” শিরোনামে ২১ জুন ২০২১ তারিখে প্রকাশিত ওই প্রতিবেদন থেকে জানা যায়, বাবা দিবস উপলক্ষে অনুরাগের মেয়ে আলিয়া তাকে নিয়ে একটি ভিডিও ইউটিউবে প্রকাশ করে। সেখানে আলিয়া তার ফলোয়ারদের থেকে আসা বিভিন্ন প্রশ্ন তার বাবাকে জিজ্ঞেস করে এবং তার প্রতিক্রিয়া জানতে চায়।
একই প্রতিবেদনেআলিয়ার সেই ইউটিউব ভিডিওটিও পাওয়া যায়। “asking my dad awkward questions!” শিরোনামে ২০ জুন ২০২১ তারিখে প্রকাশিত এই ভিডিওতে আলিয়া কশ্যপ এবং অনুরাগ কশ্যপকে দেখতে পাওয়া যায়। সেখানে আলিয়া তার বাবার সাথে সমাজে বিতর্কিত বা খুব একটা কথা বলা হয় না এমন অনেক বিষয় সম্পর্কে তার সাথে কথা বলেন। ১১ মিনিট এবং ১০ সেকেন্ড দীর্ঘ এই ভিডিওর ঠিক ৫ মিনিট ৩৭ সেকেন্ডে লক্ষ্য করলে উক্ত প্রশ্নটি দেখতে পাওয়া যাবে। সেখানে আলিয়া তার ফলোয়ারদের থেকে বহুবার জিজ্ঞেস করা একটি প্রশ্ন তার বাবাকে করেন। প্রশ্নটি হচ্ছে, “What if I came to you and told you that I was pregnant?”। অর্থাৎ, আলিয়া বলেন যে, যদি সে এসে তার বাবাকে বলে যে সে গর্ভবতী তাহলে তার প্রতিক্রিয়া কেমন হবে। এমন প্রশ্নের জবাবে সেখানে অনুরাগ বলেন, তার মেয়ে প্রাপ্তবয়স্ক অবস্থায় যে সিদ্ধান্তই নিবে তার সাথে সে থাকবে।
অতএব, দেখা যাচ্ছে যে, বিয়ের আগে গর্ভধারণ করার অনুমতি সেখানে চাওয়া হয়নি। শুধুমাত্র একটি কাল্পনিক অবস্থার কথা জিজ্ঞেস করে তার বাবার মতামত জানতে চাওয়া হয়েছে। আবার এই প্রশ্নগুলো অনুরাগ কশ্যপের মেয়েরও নয়, তার ফলোয়ারদের থেকে এসেছে। অর্থাৎ, ভাইরাল খবরের এমন শিরোনাম মূল বক্তব্যকে আড়াল করছে। তাই ফ্যাক্টওয়াচ এমন খবরকে “বিভ্রান্তিকর” চিহ্নিত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?