মাহফুজ আলমের পাশে বসা থাকা ব্যক্তিটি অপূর্ব জাহাঙ্গীর, অমিত মনোশিজ নন

426
মাহফুজ আলমের পাশে বসা থাকা ব্যক্তিটি অপূর্ব জাহাঙ্গীর, অমিত মনোশিজ নন
মাহফুজ আলমের পাশে বসা থাকা ব্যক্তিটি অপূর্ব জাহাঙ্গীর, অমিত মনোশিজ নন

মোহাম্মাদ আরাফাত

Published on: [post_published]

সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশকিছু পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, গত ০৮ সেপ্টেম্বর ২০২৪ এ বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে শিক্ষার্থীদের মতবিনিময় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের পাশে সাদা রঙের জামা পরা ব্যক্তিটি জাসদের সাধারণ সম্পাদক এবং ফেনী-১ আসনের প্রাক্তন সংসদ সদস্য শিরিন আক্তারের ছেলে অমিত মনোশিজ। তবে ফ্যাক্টওয়াচ টিম অনুসন্ধান করে দেখেছে, মাহফুজ আলমের সাথে যিনি বসে আছেন তার নাম অপূর্ব জাহাঙ্গীর। তিনি প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব। তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের প্রাক্তন শিক্ষার্থী হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও বিষয়টি নিশ্চিত করেছেন। পরবর্তীতে অপূর্ব জাহাঙ্গীরের সাথে যোগাযোগ করা হলে তিনিও আমাদের বিষয়টি নিশ্চিত করেছেন যে, সেদিন মাহফুজ আলমের পাশে সাদা রঙের জামা পরিহিত ব্যক্তিটি তিনি নিজেই। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া দাবিটিকে “মিথ্যা” বলে সাব্যস্ত করছে। 

এমন দাবি সংবলিত কয়েকটি পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে

একটি গুজব পোস্টের নমুনা

সামাজিক মাধ্যমে যে দাবিটি ছড়ানো হচ্ছে তার প্রেক্ষিতে আমরা বিষয়টি নিয়ে অনুসন্ধান করি। আমাদের অনুসন্ধানে দেখা গেছে, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের সাথে সাদা রঙের জামা পরে যে লোকটি বসে আছেন তার সাথে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীরের চেহারার বেশ মিল রয়েছে। যে স্ক্রিনশটটি ফেসবুকে প্রচার করা হচ্ছে সেখানে তাকে জাসদের সাধারণ সম্পাদক এবং ফেনী – ১ আসনের সংসদ সদস্য শিরিন আক্তারের ছেলে অমিত মনোশিজ বলে দাবি করা হচ্ছে। স্ক্রিনশটটি নেওয়া হয়েছে গত ০৮ সেপ্টেম্বর ২০২৪ এ প্রকাশিত যমুনা টিভি’র একটি ভিডিও প্রতিবেদন থেকে। সেদিন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শিক্ষার্থীদের সাথে একটি মতবিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। পরবর্তীতে আমরা প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীরের সাথে যোগাযোগ করি। তিনি আমাদের জানিয়েছেন, যমুনা টিভির ভিডিও প্রতিবেদন এবং তা থেকে নেওয়া স্ক্রিনশটে সাদা জামা পরিহিত ব্যক্তিটি তিনি। আমরা তার পরিচিতিমূলক প্রমাণপত্র যাচাই করেও পরিচয় নিশ্চিত করেছি। 

ডান পাশের ছবিটিতে অপূর্ব জাহাঙ্গীরকে দেখা যাচ্ছে, যার সাথে বাম পাশের স্ক্রিনশটটির ব্যক্তিটির চেহারার মিল রয়েছে।

অপূর্ব জাহাঙ্গীরকে নিয়ে দি ডেইলি স্টারের একটি প্রতিবেদন

অপরদিকে, জাসদের সাধারণ সম্পাদক এবং ফেনী – ১ আসনের সংসদ সদস্য শিরিন আক্তারের ছেলে অমিত মনোশিজের চেহারার সাথে প্রধান উপদেষ্টা-শিক্ষার্থীদের মতবিনিময় অনুষ্ঠানে মাহফুজ আলমের পাশে সাদা জামা পরে থাকা লোকটির চেহারার কোন মিল নেই। 

অতএব, উপরের আলোচনা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, সামাজিক মাধ্যমে প্রচারিত স্ক্রিনশটটিতে মাহফুজ আলমের পাশে সাদা রঙের জামা পরা যে ব্যক্তিটি বসে আছেন তিনি প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর, জাসদ দলীয় প্রাক্তন সংসদ সদস্য শিরীন আখতারের পুত্র অমিত মনোশিজ নন 

সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টের দাবিটিকে মিথ্যা বলে সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.