সেন্টমার্টিন দ্বীপ আরাকান আর্মির দখলে যাওয়ার দাবিটি ভুয়া

35
সেন্টমার্টিন দ্বীপ আরাকান আর্মির দখলে যাওয়ার দাবিটি ভুয়া
সেন্টমার্টিন দ্বীপ আরাকান আর্মির দখলে যাওয়ার দাবিটি ভুয়া

সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া কিছু পোস্টে দাবি করা হচ্ছে, বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ দখল করে নিয়েছে মিয়ানমারের আরাকান আর্মি এবং সেখানে ২০০০ আরাকান আর্মি অবস্থান করছে। কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এই দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি। মূলত, আরাকান আর্মি ৮ ডিসেম্বর ২০২৪ এ মংডুতে মিয়ানমারের শেষ সেনা ফাঁড়িটি দখল করে বাংলাদেশ সীমান্ত-সংলগ্ন মিয়ানমারের ২৭১ কিলোমিটার এলাকা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেয়। তারা বাংলাদেশের কোনো এলাকা দখল করেনি।  সুতরাং, ফ্যাক্টওয়াচের বিবেচনায় ভাইরাল দাবিটি মিথ্যা। 

আরাকান আর্মি সত্যিই বাংলাদেশের সেন্ট- মার্টিন দ্বীপ দখল করে নিয়েছে কি না এ সম্পর্কে জানার জন্য প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ধরে অনুসন্ধান করা হয়।  কিন্তু, নির্ভরযোগ্য কোনো মাধ্যম থেকে এ সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি।  আরাকান আর্মি হচ্ছে মায়ানমারের রাখাইন রাজ্যে অবস্থিত একটি সশস্ত্র গোষ্ঠী। তারা যদি নিজেদের দেশ পেরিয়ে বাংলাদেশের কোনো অঞ্চল দখল করে তাহলে তা স্বাভাবিক ভাবেই বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে পাওয়া যেতো।  অন্যদিকে, সেন্ট মার্টিনে যদি ২০০০ আরাকান আর্মি অবস্থান করে তাহলে সেখানে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হতো। কিন্তু এই সম্পর্কিত কোনো বিধি নিষেধের তথ্য নির্ভরযোগ্য কোনো মাধ্যমে পাওয়া যায়নি।  

তাছাড়া পর্যটকেরা সেন্ট মার্টিন গিয়ে বিভিন্ন সময়ে ফেসবুকে লাইভ ভিডিও শেয়ার করে। সেখানে মানুষের উপস্থিতি  দেখে নিশ্চিত হওয়া যায় সেখানকার অবস্থা স্বাভাবিক।  

উল্লেখ্য, ৮ ডিসেম্বর ২০২৪ এ মিয়ানমারের সেনাবাহিনীর সাথে লড়াই করে আরাকান আর্মি  মংডুতে শেষ সেনা ফাঁড়িটি দখল করার পাশাপাশি, বাংলাদেশের সাথে ২৭১ কিলোমিটার দীর্ঘ সীমান্তের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয়। The Irrawaddy এবং CNN World এর অফিশিয়াল ওয়েবসাইটে এ সম্পর্কিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

দেখা যাচ্ছে যে, নির্ভরযোগ্য কোনো তথ্যসূত্রের উল্লেখ ছাড়াই ভিত্তিহীন ভাবে ফেসবুকে দাবিগুলো ছড়ানো হচ্ছে। সুতরাং, সব কিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ দাবিগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে। 

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোষ্ট দেখুন এখানে, এখানে এখানে এবং এখানে। 

Claim:
সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া কিছু পোস্টে দাবি করা হচ্ছে, বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ দখল করে নিয়েছে মিয়ানমারের আরাকান আর্মি এবং সেখানে ২০০০ আরাকান আর্মি অবস্থান করছে।

Claimed By:
Facebook users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh