সম্প্রতি একটি ভাইরাল ভিডিও ক্যাপশনে বলা হয়েছে, দুবাই থেকে পালিয়েছেন আরাভ খান। তবে ইন্টারপোলের সাহায্যে তাঁকে গ্রেফতার করা হয়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, আরাভ খান গ্রেপ্তার হয়েছেন, এই মর্মে কোনো সংবাদ বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে প্রকাশিত হয়নি। মূল ধারার গণমাধ্যমেও এমন কোনো সংবাদ দেখা যায়নি। কিছুদিন আগে আরাভ খান গ্রেপ্তার হয়েছেন, এমন একটি গুঞ্জন উঠলেও পরবর্তীতে বাংলাদেশ পুলিশ এমন দাবিগুলোকে অসত্য বলে গণমাধ্যমে বিবৃতি প্রদান করে। যে কারণে এখনো পর্যন্ত আরাভ খান বা রবিউল ইসলাম গ্রেপ্তার হয়েছেন, এমন দাবির কোনো সত্যতা নেই।
২১ মার্চ ২০২৩ তারিখেপররাষ্ট্রপ্রতিমন্ত্রীমো. শাহরিয়ারআলমজানানদুবাইয়েপালিয়েথাকারবিউলইসলামওরফেআরাভখানএখনোসেখানেআটকহননি। সাংবাদিকদেরপ্রশ্নেরজবাবেনিদিষ্টকরেপররাষ্ট্রপ্রতিমন্ত্রী এ তথ্যজানান। এ বিষয়েপ্রথমআলোথেকেপ্রকাশিতএকটিপ্রতিবেদনপড়ুনএখানে।
যদিগ্রেফতারকরতেইহয়, তাহলেঅভিযুক্তযেদেশেআছেনসেইদেশেরআইনশৃঙ্খলাবাহিনীকেআগেগ্রেফতারিপরোয়ানাজারিকরতেহবে। এক্ষেত্রেতারানিজদেশেরবিচারিকআইনমেনেচলবে। অর্থাৎ পুরোপ্রক্রিয়ানির্ভরকরছেতাদেরওপর।
উল্লেখ্য, ইন্টারপোলইতিমধ্যেআরাভখানেরনামেরেডনোটিশজারিকরেছেঅর্থাৎ তাকেগুরুতর ও বিপজ্জনকঅপরাধীহিসেবেবিবেচনাকরেছে। তবেআরাভখানকেদুবাইপুলিশগ্রেপ্তারকরবেকিনাএটাতাদেরবিষয়। অপরদিকেবর্তমানেআরাভখানদুবাইবাঅন্যকোনোদেশেঅবস্থানকরছেকিনা এ বিষয়টিপরিষ্কারনয়।
সুতরাংদুবাইপুলিশবাঅন্যদেশেরকোনোআইনশৃঙ্খলারক্ষাকারীবাহিনীআরাভখানকেযদিইন্টারপোলেররেডনোটিশেরকথাবিবেচনাকরেগ্রেপ্তারকরেতাহলেতারাঅপরাধীরঅপরাধসংক্রান্তদেশঅর্থাৎ বাংলাদেশকেঅবহিতকরবে। কেননাতাকেধরারজন্যবাংলাদেশথেকেইন্টারপোলেরমাধ্যেমআবেদনকরাহয়েছে। ইন্টারপোলকি, কিভাবেকাজকরে এ বিষয়েবিস্তারিতজানতেবিবিসিবাংলারএকটিপ্রতিবেদনদেখুনএখানে।
সুতরাং, এখনোপর্যন্তবাংলাদেশপুলিশবাআন্তর্জাতিকগণমাধ্যমেরথেকেআরাভখানেরগ্রেপ্তারপ্রসঙ্গেকোনোতথ্যপ্রকাশিতহয়নি, সেকারণেআরাভখানগ্রেপ্তারহয়েছেএমনদাবিকেসত্যবলারউপায়নেই। আরাভ খান গ্রেফতার হয়ে থাকতে পারেন, দুবাই পুলিশের নজরদারিতে থাকতে পারেন, কিন্তু এ বিষয়ে বাংলাদেশ পুলিশ কিংবা দায়িত্বশীল কোনো মহল থেকে কোনোরকম দাবি পাওয়া যাচ্ছে না।