আরাভ খান ওরফে রবিউল ইসলাম ঢাকার স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার পলাতক আসামি। তার ফেসবুক আইডি থেকে তিনি কিছু ছবি ব্যবহার করে প্যারিস এবং নিউইয়র্কের মত শহরে যাওয়ার বার্তা (চেক ইন) দিয়েছেন। কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে ছবিগুলো বিকৃত বলে প্রমাণ মিলেছে। উল্লেখ্য, আরাভ খান সাম্প্রতিক সময়ে পৃথিবীর ভিন্ন ভিন্ন দেশে তার নাগরিকত্বের দাবি জানিয়ে সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছেন। ভূয়া ছবিগুলো যাতে সেসব বার্তার সমর্থনে ব্যবহৃত না হয়, সে কারণে এই সব পোস্টগুলোকে ফ্যাক্টওয়াচ “বিকৃত” হিসেবে চিহ্নিত করেছে।
পুলিশের বিশেষ শাখার (এসবি) ইন্সপেক্টর মামুন ইমরান খান হত্যা মামলার পলাতক আসামি হচ্ছেন রবিউল ইসলাম ওরফের আরাভ খান। সম্প্রতি তার বিরুদ্ধে ইন্টারপোল “রেড নোটিশ” জারি করা হয়েছে বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
অন্যদিকে, আরাভ খানের ফেসবুক আইডি অনুসন্ধান করে কিছু অসংগতিপূর্ণ ছবি খুঁজে পায় ফ্যাক্টওয়াচ টিম। পরবর্তীতে এই ছবি গুলোর মাধ্যমে রিভার্স ইমেজ সার্চ করা হয় এবং জানা যায় যে, ছবিগুলো এডিট করে বিকৃত করা হয়েছে।
আরাভ খানের ফেসবুক আইডি থেকে এমন কিছু ছবি তুলে ধরা হল:
এরপর, আরাভের আইডিতে ২০২০ সালের ১৫ জুলাই আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে থাকা তার একটি ছবি খুঁজে পাওয়া যায়। কিন্তু, রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে জানা যায়, ছবির ব্যক্তিটি আসলে আরাভ নয়। ব্যক্তিটি মূলত alineito.top নামের একটি ই-কমার্স সাইটে পুরুষের পোষাকের বিজ্ঞাপনের মডেল। এই ছবি ব্যবহার করে তিনি প্যারিস শহরে চেক-ইন দিয়েছেন, যেটি কোনোভাবেই তার ছবি নয়।
আবার, ২০২০ সালের ২৪ আগস্ট এবং ২৫ ডিসেম্বর আরাভ তার ফেসবুক আইডি থেকে একটি প্রাইভেট বিমানের সিটে বসা ছবি পোস্ট করেছিল। ক্যাপশন হিসেবে লেখা ছিল “প্রাইভেট বিমানে ঘোরার মজাই আলাদা”। এই ছবিগুলো দিয়েও রিভার্স ইমেজ সার্চ করে PIXIMUS নামক ওয়েবসাইটে ২০১৭ সালে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এই ছবি ব্যবহার করে তিনি নিউইয়র্কে চেক-ইন দিয়েছেন, যেটি কোনোভাবেই সত্য নয়। মূল ছবিটি লন্ডনের কোনো এক ধনী পরিবারের সন্তানের।
উল্লেখ্য, আরাভ খান বিভিন্ন সময়ে পৃথিবীর ভিন্ন ভিন্ন দেশে তার নাগরিকত্বের দাবি জানিয়ে ফেসবুকে বার্তা দিয়েছেন। ভূয়া ছবিগুলো যাতে সেসব বার্তার সমর্থনে ব্যবহৃত না হয়, সে কারণে এই সব পোস্টগুলোকে ফ্যাক্টওয়াচ “বিকৃত” হিসেবে চিহ্নিত করেছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?