আর্জেন্টিনা বিশ্বকাপ জেতায় বিয়ে করেছেন গাইবান্ধার বৃদ্ধ?

57
আর্জেন্টিনা বিশ্বকাপ জেতায় বিয়ে করেছেন গাইবান্ধার বৃদ্ধ?
আর্জেন্টিনা বিশ্বকাপ জেতায় বিয়ে করেছেন গাইবান্ধার বৃদ্ধ?

Published on: [post_published]

আর্জেন্টিনা ফুটবল দলের বিশ্বকাপ জয় উপলক্ষে এক বৃদ্ধের বিয়ে করার ঘটনা ফেসবুকে ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, ‘আর্জেন্টিনা না জিতলে বিয়ে করব না’- এমন প্রতিজ্ঞা করেছিলেন গাইবান্ধার আব্দুল লতিফ। অবশেষে,২০২২ সালের ১৮ই ডিসেম্বর আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পরে তার বিয়ের পিঁড়িতে বসার দাবি করা হচ্ছে ফেসবুক পোস্টগুলোতে। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এর সত্যতা পাওয়া যায়নি।

গুজবের উৎস

ভাইরাল কয়েকটি পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে , এখানে , এখানে

 


ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

রিভার্স ইমেজ সার্চের সাহায্যে দেখা যাচ্ছে, বয়স্ক বর এবং কম বয়স্ক কনের বিয়ের সাজে বসা এই ছবি দীর্ঘদিন ধরেই ফেসবুকে দেখা যাচ্ছে।

২০১৭ সালের ১৪ই আগস্ট কোনো ক্যাপশন ছাড়াই OkKxxxx নামক ফেসবুক পেজে এই ছবিটা আপলোড করা হয়েছিল ।

বিভিন্ন সময়ে ভারতের বিভিন্ন টুইটার একাউন্টে এই বিয়ের ছবিটা দেখা যায়। সেসব পোস্টে টুইটার ব্যবহারকারীরা এই ধরনের অসম বয়সী বিয়ের ব্যাপারে ক্ষোভ জানান । এমন কয়েকটি টুইট দেখুন এখানে , এখানে , এখানে , এখানে , এখানে

২০১৭ সালের ১লা জুন এবিপি লাইভ-এ এই ছবিটা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের মধ্য প্রদেশ সরকারের উদ্যোগে কোনো এক ‘গণবিয়ে’র অনুষ্ঠানে এই অসম বয়সী বিবাহের ঘটনা ঘটেছে বলে ফেসবুক ব্যবহারকারীরা দাবি করছে। তবে এবিপির অনুসন্ধানে দেখা যাচ্ছে, এই বিয়ের ছবি ভারতের মধ্য প্রদেশের নয়। ২০১৬ সালে বাংলাদেশের কোনো একটি ওয়েবসাইটে এই ছবি পাওয়া গিয়েছে বলে এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ( তবে বাংলাদেশী ওয়েবসাইটের নাম, প্রতিবেদনের লিংক কিংবা স্ক্রিনশট-কিছুই এই প্রতিবেদনে যোগ করা হয়নি)

প্রসঙ্গত উল্লেখ্য, আর্জেন্টিনা ফুটবল দল বাংলাদেশে বিপুল জনপ্রিয় হলেও দীর্ঘদিন বিশ্বকাপ জিততে না পারার জন্য আর্জেন্টিনা সমর্থকদের নিয়ে বিভিন্ন ধরনের কৌতুক প্রচলিত রয়েছে। বিয়ে না-করার শপথও এমন একটি রসিকতা, যা আর্জেন্টাইন সমর্থকদের নিয়ে করে থাকেন। এই কৌতুকটি শিল্প-সাহিত্য অঙ্গনেও ছড়িয়ে পড়েছে। তুহিন হোসেন এর পরিচালনায় ‘চিরকুমার’ নাটকে এমন একটি চরিত্র (পাকা মণ্ডল/কচি খন্দকার) কে দেখা যায়, যে ১৯৯০ সাল থেকে অপেক্ষা করে আছে, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে বিয়ে করবে।

অতি সম্প্রতি, আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পরপরেই, ১৯শে ডিসেম্বর থেকে আর্জেন্টিনা সমর্থক ,জনৈক আব্দুল লতিফ এর বিয়ের খবর এবং এই ছবিটা নবাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ক্যাপশনে বলা হয়, আর্জেন্টিনার ঐতিহাসিক সাপোর্টার ✌️🙄

শপথ নিয়েছিলেন আর্জেন্টিনা জিতলে তবেই বিয়ে করবেন। সে অপেক্ষায় ৩৬ বছর পেরিয়ে গেছে। অবশেষে ২০২২ বিশ্বকাপ জিতে নিলো আর্জেন্টিনা। খবর পেয়ে আজ সকালে বিয়ের পিড়িতে বসেছেন গাইবান্ধার আব্দুল লতিফ।

বেশ কিছু ফেসবুক পোস্ট থেকে দেখা যাচ্ছে, চ্যানেল ঢাকা নামক একটি স্যাটায়ার পেজ এর স্ক্রিনশট ব্যবহার করে এই গুজবটি ছড়িয়েছে। যারা শেয়ার করছেন, তারা অধিকাংশই এটাকে সিরিয়াস খবর ভেবে শেয়ার করেছেন।

ফেসবুকের বাইরে মুলধারার গণমাধ্যমে গাইবান্ধার আব্দুল লতিফ নামক কোনো আর্জেন্টিনা সমর্থকের বিয়ের খবর পাওয়া যাচ্ছে না।

বিষয়টি নিয়ে নিউজবাংলা২৪ এবং আমাদের সময় অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। তাদের সংবাদকর্মীরা স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলেও এই ঘটনার সত্যতা খুজে পায়নি।


তাই সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ এই খবরটিকে মিথ্যা সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.