সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার হতে দেখা গিয়েছে যেখানে দাবি করা হচ্ছে যে, বাংলাদেশ এবং আর্জেন্টিনার মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি সই হওয়ায় বাংলাদেশ থেকে আর্জেন্টিনা যেতে কোন ভিসা লাগবে না। উক্ত পোস্টটির কারণে অনেকের মনে ভুল ধারণা তৈরি হয়েছে যে আর্জেন্টিনা যেতে সত্যিই কোন ভিসার প্রয়োজন নেই। তবে, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা গিয়েছে যে গত ২৭ই ফেব্রুয়ারি ২০২৩ এ বাংলাদেশ এবং আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীদ্বয় কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টে ভিসা অব্যাহতি চুক্তি সই করেন এবং এর ফলে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের আর্জেন্টিনা যেতে কোন ভিসা লাগবে না। কিন্তু উভয় দেশের সাধারণ নাগরিকদের জন্য এই সুবিধা প্রযোজ্য নয়। উল্লেখ্য, বাংলাদেশে বর্তমানে তিনধরণের পাসপোর্ট সক্রিয় রয়েছে: সাধারণ পাসপোর্ট, কূটনৈতিক পাসপোর্ট, এবং সরকারী পাসপোর্ট। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টের দাবিটিকে “বিভ্রান্তিকর” বলে সাব্যস্ত করছে।