সম্প্রতি ‘সেনাপ্রধানের চাপ, পদত্যাগের জন্য ইউনুসকে হুমকি। সার্জিস আলমকে গ্রেপ্তারের হুশিয়ারী’ -শিরোনামে দৈনিক কালের কন্ঠের লোগোযুক্ত একটি প্রতিবেদনের স্ক্রিনশট ফেসবুকে পাওয়া যাচ্ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যাচ্ছে, কালের কণ্ঠ এমন কোনো প্রতিবেদন প্রকাশ করেনি; বরং বিনামূল্যের ব্লগিং সাইট “Blogspot”-এ কালের কণ্ঠের লোগো ব্যবহার করে সম্পূর্ণ বানোয়াট প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোনো তথ্যপ্রমাণ ছাড়াই এ প্রতিবেদনের স্ক্রিনশট ফেসবুকে প্রচার করা হচ্ছে।
কালের কণ্ঠের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে অনুসন্ধান করে দেখা যাচ্ছে উক্ত শিরোনামে কালের কণ্ঠ কোনো প্রতিবেদন করেনি। শিরোনাম ধরে অনুসন্ধান করলে, বিনামূল্যের ব্লগিং সাইট ব্লগস্পটে ‘ডেইলি নিউজ বিডি আওয়ামী লীগ’ নামক একটি ডোমেইনে উক্ত শিরোনামে ২৯ জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনের লেখক হিসেবে “News of Awami League” উল্লেখ করা হয়েছে এবং উপরে কালের কণ্ঠের লোগো ব্যবহৃত হয়েছে। ফেসবুকে প্রচারিত স্ক্রিনশটের সাথে মিলিয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে এই প্রতিবেদনই স্ক্রিনশটের মূল উৎস।
প্রতিবেদনে বলা হয়েছে, “গোপন তথ্য সূত্রে জানা গেছে, সেনাপ্রধান ড. ইউনুসকে পদত্যাগ করতে চাপ দিচ্ছেন। সেনা সদরদপ্তরে অনুষ্ঠিত জরুরী বৈঠকে সেনাপ্রধান এবং ড. ইউনুসের মধ্যে উত্তপ্ত আলোচনা হয়েছে, যেখানে সেনাপ্রধান ইউনুসকে দ্রুত পদত্যাগের জন্য চাপ প্রয়োগ করেছেন।” এ থেকে বিভিন্ন প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে মূলধারার গণমাধ্যমে এ দাবির পক্ষে কোনো তথ্য মেলেনি। অথচ এমন কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলে তা মূলধারার গণমাধ্যমে প্রকাশিত হওয়ার কথা।
সুতরাং, নিশ্চিত হওয়া যাচ্ছে যে একটি ব্লগিং সাইটের ডোমেইনে কালের কণ্ঠের লোগো ব্যবহার করে সম্পূর্ণ বানোয়াট প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, এবং এর স্ক্রিনশট ফেসবুকে ছড়ানো হচ্ছে। তাই ফ্যাক্টওয়াচ এই ছবিটিকে “মিথ্যা” চিহ্নিত করছে।
Claim: সম্প্রতি ‘সেনাপ্রধানের চাপ, পদত্যাগের জন্য ইউনুসকে হুমকি। সার্জিস আলমকে গ্রেপ্তারের হুশিয়ারী’ -শিরোনামে দৈনিক কালের কন্ঠের লোগোযুক্ত একটি প্রতিবেদনের স্ক্রিনশট ফেসবুকে পাওয়া যাচ্ছে।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh