যা দাবি করা হচ্ছে: ফেসবুকে ভাইরাল এই ভিডিওতে দাবি করা হচ্ছে, ফিলিস্তিনি সেনারা ইসরায়েলের সেনাপ্রধানকে আটক করেছে।
ফ্যাক্টওয়াচের সিদ্ধান্ত: দাবিটি মিথ্যা। ভিডিওটি মূলত এল সালভাদরের একজন সামরিক কর্মকর্তাকে ১৩ বছরের একটি শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার করার সময়কার। অন্যদিকে ইসরায়েলের সেনাপ্রধান হচ্ছেন হারজি হালেভি (Herzi Halevi) যার সাথে ভাইরাল ভিডিওতে আটককৃত ব্যক্তির চেহারার কোনো মিল নেই। তাছাড়া, জাতীয় ও আর্ন্তজাতিক মূলধারার গণমাধ্যমগুলোতেও ইসরায়েলের সেনাপ্রধান গ্রেফতারের ব্যাপারে সুনির্দিষ্ট কোন তথ্য খুঁজে পাওয়া যায় নি।
ফেসবুকে ভাইরাল ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তিকে কয়েকজন সেনা কর্মকর্তা আটক করে নিয়ে যাচ্ছে। প্রাথমিকভাবে অনুসন্ধান করার জন্য প্রথমে নির্দিষ্ট কিছু কী-ওয়ার্ড ব্যবহার করে গুগলে অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে, জাতীয় ও আর্ন্তজাতিক মূলধারার গণমাধ্যমে ইসরায়েলের সেনাপ্রধান হারজি হালেভি (Herzi Halevi) কে গ্রেফতারের সুনির্দিষ্ট কোন তথ্য খুঁজে পাওয়া যায় নি। পরবর্তীতে ইসরায়েলের সেনাপ্রধানের ছবি অনুসন্ধান করা হলে দেখা যায়, তার সাথে গ্রেফতারকৃত ব্যাক্তির চেহারার সাথে কোন মিল নেই।
পরবর্তীতে ভিডিওটির উৎস খুঁজে পাওয়ার জন্য ভিডিওটির বিভিন্ন অংশ ব্যবহার করে রিভার্স ইমেজ অনুসন্ধান করে দেখা যায়, ভিডিওটি এল সালভাদরের। পিএনসি এল সালভাদর (PNC El Salvador) নামক একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট এবং লা ডায়াস্পোরা 503 (La Diáspora 503) নামকইউটিউব চ্যানেল থেকে মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। সেখানে উল্লেখ করা হয় যে, গ্রেফতারকৃত ব্যক্তি এল সালভাদরের সামরিক কর্মকর্তা হেক্টর ওভিডিও আলভারাডো (Héctor Ovidio Alvarado)। তার সাথে আরো পাঁচ জনকে ১৩ বছরের একটি শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়।
A solicitud de la @FGR_SV trasladamos al sargento de la Fuerza Armada, Héctor Ovidio Alvarado y a 5 soldados, desde las bartolinas de Conchalío, hacia el Juzgado de Paz de Teotepeque, La Libertad.
সুতরাং, সকল দিক বিবেচনা করে ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া ভিডিওটিকে “মিথ্যা” হিসেবে চিহ্নিত করছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।