চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে নির্বাহী ক্ষমতা ছাড়া সেনাবাহিনী মাঠে নামতে রাজি হচ্ছে না – দ্য ডেইলি স্টারকে সূত্র উল্লেখ করে এমন সংবাদ ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যাচ্ছে, ডেইলি স্টার এমন কোনো সংবাদ প্রকাশ করে নি। তাদের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাই ফ্যাক্টওয়াচ এ পোস্টকে “মিথ্যা” আখ্যা দিচ্ছে।
দ্য ডেইলি স্টারের ওয়েবসাইট এবং ফেসবুক পেইজ সন্ধান করে এমন কোনো সংবাদ খুঁজে পাওয়া যায় না। বরং ডেইলি স্টার তাদের ফেসবুকে পেইজে পোস্ট করে জানিয়েছে যে তাদের নাম ব্যবহার করে ভূয়া খবর ছড়ানো হচ্ছে।
এছাড়াও মূলধারার গণমাধ্যমে এমন কোনো সংবাদ এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায় নি।
সুতরাং, সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ এই পোস্টকে মিথ্যা সাব্যস্ত করছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।