সেনাপ্রধান কি বিএনপির সমাবেশে বাধা না-দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন?

7
সেনাপ্রধান কি বিএনপির সমাবেশে বাধা না-দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন? সেনাপ্রধান কি বিএনপির সমাবেশে বাধা না-দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন?

Published on: [post_published]

‘সেনাপ্রধান বিএনপির সমাবেশে বাধা না দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি পাঠিয়েছেন’ – এমন একটি পোস্ট ভাইরাল হয়েছে। বিস্তারিত অনুসন্ধানে এ ধরনের কোনো সংবাদ মূলধারার সংবাদমাধ্যমে পাওয়া যায় নি। সেনাবাহিনীর ওয়েব সাইট কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কিছু পাওয়া যায় নি। সংবিধান অনুযায়ী সেনাপ্রধানের পক্ষে চিঠি দিয়ে প্রধানমন্ত্রীকে পরামর্শ দেয়ার কোনো বিধান নেই। সবকিছু মিলিয়েই ফ্যাক্টওয়াচ একে মিথ্যা আখ্যা দিচ্ছে।

গুজবের উৎস

আগামীকাল ১০ ডিসেম্বর ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে গত ৬ ডিসেম্বর থেকে ফেসবুকে ছড়িয়ে পড়েছে এ গুজব। কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

বাংলাদেশ সেনাবাহিনীপ্রধান বিএনপির সমাবেশে বাধা না দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি পাঠানোর মতো গুরুত্বপূর্ণ সংবাদ কোনো গণমাধ্যমে খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইটে নিউজ অ্যান্ড পাবলিকেশন, মিডিয়া অ্যান্ড অ্যানাউন্সমেন্ট ইত্যাদি সেকশনে এ ধরনের কোনো সংবাদ পাওয়া যায় নি।

 

বাংলাদেশ সেনাবাহিনীর অফিশিয়াল ফেসবুক পেইজ থেকেও এমন কোনো খবর শেয়ার করা হয় নি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (ISPR) ওয়েবসাইটে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বিএনপির সমাবেশে বাধা না দেওয়া সংক্রান্ত কোনো বিবৃতি পাওয়া যায় নি। উল্লেখ্য, ISPR সশস্ত্র বাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সংস্থাসমূহের যাবতীয় কার্যক্রমের প্রচারণা ও জনসংযোগের কার্যক্রম পালন করে থাকে।

বাংলাদেশের সংবিধান অনুযায়ী, সেনাপ্রধানের পক্ষে প্রধানমন্ত্রীকে চিঠি মারফত পরামর্শ দেয়ার কোনো বিধান নেই। মুলধারার সংবাদমাধ্যমেও এ বিষয়ে কোনো ধরনের তথ্য পাওয়া যায় নি। সেনাবাহিনীর দাপ্তরিক যোগাযোগমাধ্যমেও সেরকম কিছু পাওয়া যায় নি। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এই পোস্টগুলোকে মিথ্যা সাব্যস্ত করছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.