উক্ত ক্যাপশনে ভাইরাল মিউজিক ভিডিওটি সম্পর্কে অনুসন্ধান করে দেখা যায়, কিছু সাধারণ ব্যবহারকারীরা দাবি করেছিলেন, মিউজিক ভিডিওটি পরান আহসান নামের একজন কণ্ঠশিল্পীর গাওয়া। এই সূত্র ধরে বিভিন্ন কী-ওয়ার্ড সার্চে পরান আহসান নামের একজন কণ্ঠ শিল্পীকে ইউটিউব ও ফেসবুকে পাওয়া যায়। তাঁর ইউটিউব চ্যানেলে প্রকাশিত কিছু গান শুনে বোঝা যায়, শিল্পী আসিফ আকবরের সুরের সাথে তাঁর গলার খুব মিল আছে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানতে শিল্পী পরান আহসানের সাথে যোগাযোগ করা হয়।
পরানআহসান: এটা নিয়ে আমিও খুব বিব্রত।আমি আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিবো ভাবছি।
ফ্যাক্টওয়াচ: গানটি ঠিক কতো তারিখে গেয়েছিলেন?
পরানআহসান: গানটা এক্সাক্টলি কত তারিখে গেয়েছি সেটা মনে নেই। তবে গত রমজানে টেলিভিশন উপস্থাপক ও নির্মাতা খন্দকার ইসমাইল ভাইয়ের অনুরোধে গানটা আমি গেয়েছি। গানটা কিন্তু মৌলিক কোন সুরে করা হয়নি। মান্না দে স্যারের “কফি হাউসের সেই আড্ডাটা” গানের সুরেই গানটা করা হয়েছে। আর গানের গীতিকারের নামটা আমার জানা নেই। সংগীত করেছেন রোজেন রহমান।
ফ্যাক্টওয়াচ: সাধারণ ব্যবহারকারীরা মন্তব্য করেছে, আপনি সব সময়ে আসিফ আকবরকে নকল করে গান করেন ।
এ প্রশ্নটির উত্তর তিনি ভয়েস রেকর্ডে পাঠিয়েছেন। রেকর্ডটি শুনুন এখানে।
এই মিউজিক ভিডিওতে আসিফ বা পরান আহসানের চেহারার কোনো ফুটেজ ব্যবহার না করে পদ্মা সেতুর বিভিন্ন দৃশ্য ব্যবহার করা হয়েছে। এ কারণে বিভ্রান্তি আরো বেড়েছে। ভাইরাল মিউজিক ভিডিওটি নিয়ে ইতিমধ্যে আসিফ আকবর তাঁর ফেসবুক পেজে একটি স্ট্যাটাস শেয়ার করেছেন। স্ট্যাটাসটি দেখুন এখানে । স্ট্যাটাসটিতে তিনি পরিষ্কার করেছেন, “এ ধরণের কোনো গান করেননি। অনেকে আজকাল তাঁর সুরে গান করে খ্যাতি পেতে চেষ্টা করছে”।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?