বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার একটি ফোনালাপ সম্প্রতি ফেসবুকে বিভিন্ন পেজ থেকে শেয়ার করা হয়েছে। মূলত ৩৭ মিনিটের ফোনালাপটি প্রায় নয় বছর পুরনো। ২৬ অক্টোবর, ২০১৩ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করেছিলেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে যা পরবর্তীতে ছড়িয়ে পড়েছিল ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। পুরনো সেই টেলিসংলাপ তারিখ উল্লেখ না করে পুনরায় প্রচার করার, ফ্যাক্টওয়াচ এটিকে “বিভ্রান্তিকর” সাব্যস্ত করেছে।
সম্প্রতি Md Elias Hossain নামের একটি ফেসবুক পেজ থেকে “হাসিনার সাথে খালেদা জিয়ার ফোনালাপ ফাঁ-স! কি কথা খালেদার সঙ্গে!” ক্যাপশনে ১৫ মিনিটের একটি ভিডিও প্রকাশিত হয়েছে। বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার ছবি যুক্ত ভিডিওতে একটি ফোনালাপ শোনা যাচ্ছে। বিভিন্ন কী-ওয়ার্ডের সাহায্যে গুগলে অনুসন্ধান করে দেখা গেছে, অডিওটি প্রায় ৯ বছর পুরনো। ২৬ অক্টোবর, ২০১৩ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করেছিলেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে, যা পরবর্তীতে ছড়িয়ে পড়েছিল ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। উক্ত ফোনালাপে হরতাল, ২১শে আগস্টের গ্রেনেড হামলা, মুক্তিযুদ্ধ, যুদ্ধাপরাধের বিচারসহ নানা বিষয় প্রাধান্য পেয়েছে৷ দুই নেত্রীর কথোপকথন নিয়ে প্রকাশিত কয়েকটি প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে।
পুরনো এই টেলিসংলাপ প্রায়শই তারিখ উল্লেখ না করে সামাজিকমাধ্যমে প্রচার করা হয়ে থাকে। জনমনে এটি বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বিবেচনায়, ফ্যাক্টওয়াচ এটি কে “বিভ্রান্তিকর” হিসেবে চিহ্নিত করেছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?