”মিজানুর রহমান আজহারি সকল বাধা পেরিয়ে লন্ডনে পৌছালেন”- এমন একটি খবর ভাইরাল হয়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, এ তথ্য সঠিক নয়। তিনি আইনী জটিলতায় লন্ডন পৌছাতে পারেননি। সর্বশেষ তথ্য অনুযায়ী, তিনি কাতারে আটকা পড়েছিলেন।
পোস্টটি শেয়ার করা হয় ৪৬৮ বার। দুপুর ২টা ৪৫ মিনিটে “Imam Uddin Mozumder” নামক প্রোফাইল থেকে একই শিরোনামে মিজানুর রহমান আজহারীর ছবি পোস্ট করা হয়, এবং ৩৫৭ বার শেয়ার করা হয়।
৩১শে অক্টোবর লন্ডনে ION TV UK এর আয়োজনে হতে যাওয়া একটি ইসলামিক কনফারেন্সে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল মালয়েশিয়া প্রবাসী মিজানুর রহমান আজহারীকে।
গত ২৬শে অক্টোবর মঙ্গলবার মালয়েশিয়া থেকে মিজানুর রহমান আজহারি কাতার হয়ে লন্ডনে যাওয়ার উদ্দেশ্যে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে যাত্রা শুরু করেন।
পরদিন ২৭শে অক্টোবর বুধবার এই ফ্লাইটটি মালয়েশিয়া থেকে কাতারে অবতরন করে। এরপর আজহারি লন্ডনের ফ্লাইটে উঠার জন্য সংশ্লিষ্ট গেটে আসেন তখন সেখান থেকে তাঁর ব্রিটেনে আসার ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি। জানানো হয় ,ব্রিটিশ হোম অফিস তাঁর ভিসা বাতিল করেছে।
ব্যাপারটা মীমাংসার জন্য কাতার এয়ারপোর্টে অবস্থানের জন্য তিনি ১২ ঘন্টার ট্রানজিট ভিসার ব্যবস্থা করেন। এরপরেও ব্যাপারটা সুরাহা না হওয়ায় ট্রানজিট ভিসার মেয়াদ বাড়িয়ে ৯৬ ঘন্টা করা হয়।
এরপর বাতিল করা ভিসা বহালের জন্য লন্ডনে হাইকোর্টে আপিল করা হয় মিজানুর রহমান আজহারির পক্ষ থেকে। হাইকোর্টের বিচারক হোম অফিসকে ২ দিনের (২ কর্মদিবস) সময় দেন, কেন মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল হলো- সে বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য। মঙ্গলবার ২রা নভেম্বর আদালতে হোম অফিস এই জবাব দিতে পারে বলে বিভিন্ন পত্রিকার বরাতে জানা যাচ্ছে।
আয়ন টিভি’র ফেসবুক পেজ থেকে ২৯শে অক্টোবর বিকাল ৩ টা ৫১ মিনিটে এক ভিডিও বার্তায় বলা হয়, ইসলামী কনফারেন্স ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ৩১শে অক্টোবর হওয়ার কথা ছিলো, বিশেষ কারণে এটা বাতিল করা হয়েছে। হল কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে আগামী তারিখ জানানো হবে। মিজানুর রহমান আজহারী সাহেব ভাল আছেন, সূস্থ আছেন। তিনি আপনাদের সবাইকে সালাম জানিয়েছেন। তিনি সবার দোয়া চেয়েছেন। আল্লাহ যদি সাহায্য করে, তবে উনাকে খুব শীঘ্রই আমাদের মাঝে দেখতে পাব।
মিজানুর রহমান আজহারীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিষয়ে পোস্ট করা হলেও, তার লন্ডন সফর এর জটিলতা নিয়ে পেজ থেকে কিছুই বলা হচ্ছে না।
ফ্যাক্টওয়াচেরসিদ্ধান্ত
অনুসন্ধানের পর ফ্যাক্টওয়াচের সিদ্ধান্ত হলো, ফেসবুকে ভাইরাল হওয়া মিজানুর রহমান আজহারীর লন্ডনে পৌঁছানোর তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। আজহারী তার লন্ডনযাত্রার মাঝপথে ব্রিটিশ হোম অফিস কর্তৃক ভিসা বাতিল হওয়ায় কাতারের দোহা এয়ারপোর্টে আটকা পড়েন এবং বর্তমানে ট্রানজিট ভিসায় সেখানে অবস্থান করছেন।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?