”জিতে গেল মিজানুর রহমান আজহারী”- এমন একটি খবর ফেসবুকে ছড়িয়ে পড়েছে। জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী আইনী জটিলতায় লন্ডনযাত্রার মাঝপথে কাতারে আটকা পড়েন এবং ব্রিটিশ হাইকোর্টে ভিসা পুনর্বহালের জন্য আপিল করেন। যেহেতু আদালতে মামলার রায় এখনও হয় নি, সেক্ষেত্রে তার জিতে যাওয়ার প্রশ্ন ওঠে না। ফলে, ফ্যাক্টওয়াচ এই দাবিকে মিথ্যা আখ্যায়িত করছে।
সম্প্রতি মিজানুর রহমান আজহারীর ব্রিটিশ ভিসা বাতিল এবং ব্রিটিশ হাইকোর্টে তার ভিসা পুনর্বহালের আপিল ইস্যুকে কেন্দ্র করে ভিডিওগুলো উক্ত ক্যাপশনে ফেসবুকে ছড়াতে থাকে। তবে ক্যাপশনে বলা ব্রিটিশ কোর্টের শুনানিতে আজহারীর বিজয় সম্পর্কে মূল ভিডিওতে কোনো উল্লেখ নেই।
HR TV নামক ফেসবুক পেইজ থেকে গত ২ নভেম্বর, ২০২১ তারিখ বিকাল ২টা ২৬ মিনিটে ‘জিতে গেল আযহারী, ধরা খেল মুফা || লন্ডন আদালত থেকে সুসংবাদ ||‘ ক্যাপশনে একটি ভিডিও পোস্ট করা হয়,শেয়ার করা হয় কমপক্ষে ১২ হাজার বার। ভিডিওটিতে ব্রিটিশ হাইকোর্টে মিজানুর রহমান আজহারীর শুনানি এবং বিজয় সম্পর্কে কিছু বলা হয় নি।
২রা নভেম্বর বিকাল ৬টা ৩২ মিনিটে R.M Bangla MediaTV নামক পেইজ থেকে ‘জিতে যাচ্ছে মিজানুর রহমান আজহারী যুক্তরাজ্যের পার্লামেন্টের আজহারী কে নিয়ে আলোচনা‘ ক্যাপশনে পোস্ট করা ভিডিওতে ব্রিটিশ পার্লামেন্টে আজহারীকে নিয়ে এমপি বব ব্ল্যাকম্যানের বক্তব্যের ভিডিওচিত্র উল্লেখ থাকলেও হাইকোর্টে আপিলের শুনানি এবং রায় সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয় নি।
ক্যাপশনে দেওয়া তথ্যের সাথে ভিডিওর বিষয়বস্তুর উল্লেখ না থাকা এরকম আরো কিছু ভিডিও পোস্ট করা হয়েছে পরবর্তী ৩ থেকে ১২ নভেম্বর পর্যন্ত।
ফ্যাক্টওয়াচ অনুসন্ধান
বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী, লন্ডনে আয়ন টিভি (ION TV) আয়োজিত একটি ইসলামী সম্মেলনে যোগ দেওয়ার জন্য মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশী জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী গত ২৬শে অক্টোবর কাতার হয়ে লন্ডনে যাওয়ার উদ্দেশ্যে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে যাত্রা শুরু করেন। পরদিন ২৭শে অক্টোবর বুধবার এই ফ্লাইটটি মালয়েশিয়া থেকে কাতারে অবতরণ করে। এরপর আজহারী লন্ডনের ফ্লাইটে উঠার জন্য সংশ্লিষ্ট গেটে আসেন তখন সেখান থেকে তাঁর ব্রিটেনে আসার ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি। জানানো হয়, ব্রিটিশ হোম অফিস তাঁর ভিসা বাতিল করেছে।
এরপর বাতিল করা ভিসা বহালের জন্য লন্ডনে হাইকোর্টে আপিল করা হয় মিজানুর রহমান আজহারীর পক্ষ থেকে।
মিজানুর রহমান আজহারীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে গত ২রা নভেম্বর এক স্ট্যাটাসের মাধ্যমে জানানো হয়, ভিসাদিয়েওযুক্তরাজ্যেরহোমঅফিসআমারযুক্তরাজ্যপ্রবেশেসাময়িকনিষেধাজ্ঞাজারিকরে।ফলেকাতারেআমাকেসাময়িকবিড়ম্বনায়পড়তেহয়।এখবরছড়িয়েপড়লেঅনেকেইউদ্বেগউৎকন্ঠাপ্রকাশকরেছেন।আপনাদেরসবাইকেশুকরিয়াজানাচ্ছি।আল্লাহরমেহেরবাণীতেআমিভালোআছি, নিরাপদেআছি।
৪ নভেম্বর ইংল্যান্ডভিত্তিক কয়েকটি সংবাদমাধ্যম (যেমন- বিলাত বাংলা নিউজ, রানার নিউজ) এ জানানো হয়,মাওলানামিজানুররহমানআজহারীকাতারথেকেমালয়শিয়াফিরেগেছেন।কাতারেরট্রানজিটভিসাশেষহওয়ারপরইতিনিমালয়শিয়াফিরেযান।
আজহারীর ফেসবুক পেইজ থেকে শুনানির তারিখ শীঘ্রই ধার্য করা হবে বলা হলেও, ১৫ই নভেম্বর এই রিপোর্ট লেখা পর্যন্ত পেজ থেকে কিছু শুনানির ব্যাপারে কিছুই জানানো হয় নি।
আজহারির শুনানি সম্পন্ন হয়েছে, অথবা শুনানির তারিখ ধার্য করা হয়েছে এমন কোনো তথ্য কোনো নির্ভরযোগ্য গণমাধ্যমে পাওয়া যাচ্ছে না।
আলোচিত ইসলামী সম্মেলন এর আয়োজক আয়ন টিভি’র ফেসবুক পেজ থেকে মিজানুর রহমান আজহারী সম্পর্কে সর্বশেষ জানানো হয়েছিল গত ৪ ঠা নভেম্বর। এক ভিডিওবার্তায় আয়ন টিভির সিইও আতাউল্লাহ ফারুক তখন জানান , বর্তমানে পুরো ব্যাপারটি আদালতের এখতিয়ারে রয়েছে। আদালত যখনই কোনো সিদ্ধান্ত জানাবে, তখনই আমরা সেই খবরটি জানাব। আশা করি, আদালত খুব দ্রুতই একটি সিদ্ধান্ত জানাবে । লন্ডন ইসলামিক কনফারেন্স ২০২১ আপাতত স্থগিত করা হয়েছে। আশা করি , খুব শীঘ্রই পুনঃনির্ধারিত তারিখ জানাতে পারব।
রয়াল কোর্ট অফ জাস্টিস এবং ব্রিটিশ হাইকোর্ট এর অফিসিয়াল ওয়েবসাইটে নিয়মিত শুনানির রায়ের তালিকা প্রকাশ করা হয় । ফ্যাক্টওয়াচ টিম এই তালিকায় মিজানুর রহমান আজহারীর শুনানিটি খুঁজে পেতে ব্যর্থ হয়েছে।
যেহেতু, এমন কোনো মামলার শুনানি কিংবা রায় প্রকাশিত হয়নি, সেক্ষেত্রে আজহারী আপিলে জয়ী হওয়ার কোনো প্রশ্নই ওঠে না।
আজহারী তার লন্ডনযাত্রার মাঝপথে ব্রিটিশ হোম অফিস কর্তৃক ভিসা বাতিল হওয়ায় কাতারের দোহা এয়ারপোর্টে আটকা পড়েন, ব্রিটিশ হাইকোর্টে ভিসা পুনর্বহালের জন্য আপিল করেন এবং পরবর্তীতে মালয়েশিয়ায় ফিরে যান। তবে এখনও ব্রিটিশ কোর্টে তার আপিলের শুনানি বিষয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না । কাজেই, মিজানুর রহমান আজহারী লন্ডনের কোর্টে জিতে গেছেন – তথ্যটি মিথ্যা।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?