সম্প্রতি একটি ভাইরাল পোস্টে ‘মরিয়ম’ নামক অসুস্থ একটি বাচ্চার ছবি ব্যবহার করে আর্থিক সাহায্য চাওয়া হচ্ছে । কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে ছবিগুলো বাংলাদেশী কোনো শিশুর নয়, বরং ভারতীয় শিশু চারণ্যের। এলএডি নামক একটি ইমিউন ঘাটতির রোগে আক্রান্ত হয়েছিল চারণ্য। পরে গণ-অর্থায়নে চিকিৎসা পেয়ে সুস্থও হয়ে গেছে। এসব কারণে ফ্যাক্টওয়াচ ভাইরাল পোস্টগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে।
ফ্যাক্টওয়াচেরঅনুসন্ধান: ফ্যাক্টওয়াচেরঅনুসন্ধানে১৯শেনভেম্বর২০২১সালে Impact Guru নামকগণ–অর্থায়নমূলকদাতব্যসংস্থারঅফিশিয়ালফেসবুকপেজথেকেচিকিৎসারসাহায্যচেয়েদুইটিভিডিওআপলোডকরাহয়।ভিডিওদুইটিতেচারণ্যনামকএকটামেয়েশিশুরচিকিৎসারজন্যসকলেরকাছেআর্থিকসাহায্যেরআবেদনকরাহয়।ভিডিওটিতেথাকাশিশুচারণ্যেরসাথেভাইরালহওয়ামরিয়মেরহুবহুমিলপাওয়াযায়।
১৯শেনভেম্বর, ২০২১সালে Impact Guru –তেপ্রকাশিত১৫সেকেন্ডেরভিডিওতেচারণ্যেরমাতারশিশুটিকেবাঁচাতেসবারকাছেসাহায্যচাচ্ছেন।উক্তভিডিওতেচারণ্যেরমাবলেছেন “ ডাক্তারবলেছেচিকিৎসানাকরলেশিশুটিতিনবছরবাঁচবে।” উক্তভিডিওরক্যাপশনথেকেজানাযাচ্ছেচারণ্যেরবয়স৮মাস।সেএকটিবিরলপ্রাণঘাতিরোগেআক্রান্ত।তারক্ষতনিরাময়হয়নাএবংসেসবসময়ব্যথায়থাকে।
Impact Guru থেকে২১শেনভেম্বর, ২০২১সালেঅর্থ্যৎএকইদিনেএকইক্যাপশনেআরেকটিভিডিওপ্রকাশকরাহয়।সেখানথেকেআরওজানাযাচ্ছেচারণ্যেরচিকিৎসারজন্যআরএকমাসসময়আছে।তারদেহেএকটিফোলাছিলযাপরেএকটিবড়ক্ষতেপরিণতহয়।এইকারণেতারঅনেকব্যথাহয়।তারহিমোগ্লোবিনেরঘাটতিআছেএবংসংক্রমণদ্রুতছড়িয়েপড়ছে।তারবাবা–মাশিশুটিরএইঅসহ্যযন্ত্রণাসহ্যকরতেপারছেনা।চারণ্যেরবাবাএকজনকৃষকএবংতিনিঋণেজর্জরিত।তারপক্ষেতারমেয়েরচিকিৎসাকরাদুস্কর।একারণেতারাসকলেরকাছেতারশিশুকেবাঁচাতেআর্থিকসহায়তাচাচ্ছেন।
Impact Guru –তেচিকিৎসাতহবিলসংগ্রহেরজন্যতাদেরওয়েবসাইটেরযেলিংকদেওয়াহয়েছেসেখানেক্লিককরলেদেখাযাচ্ছেতহবিলসংগ্রহশেষহয়েছে।শিশুচারণ্যেরচিকিৎসারজন্যআরকোনঅর্থসহায়তানেওয়াহচ্ছেনা।
২০শেজানুয়ারি, ২০২২সালে Impact Guru –এরঅফিশিয়ালফেসবুকপেজেতহবিলসংগ্রহেরমাধ্যমেযাদেরচিকিৎসাসফলহয়েছে, এমনতিনজনকেনিয়েফেসবুকেএকটিভিডিওপোস্টকরে।সেখানেচারণ্যেরসফলসার্জারিহবারনিউজটিওপাওয়াযায়।চারণ্যেরব্যাপারেভিডিওতেবলাহয়৪০০০সহৃদয়বাননেটিজেনচিকিৎসাতহবিলসংগ্রহেসাহায্যকরে।এতে৩২.৯৯লাখভারতীয়রুপিতহবিলসংগ্রহকরাসম্ভবহয়।একারণেসিদ্দেশ্বরীপারকৃষকপরিবারেরমেয়েশিশুচারণ্যেরজীবনরক্ষাকারীসার্জারিকরাসম্ভবহয়।ভিডিওতেচারণ্যেরদ্রুতসুস্থতাকামনাকরাহয়।
ভাইরালপোস্টগুলোতেসাহায্যপাঠাতেবিকাশএবংরকেটেএকাউন্টনাম্বারদেওয়াহয়েছে।সেইনাম্বারট্রুকলারঅ্যাপেসার্চদিলে “মোশিয়ারমানিকগঞ্জ” নামপাওয়াযায়।মোশিয়ারমানিকগঞ্জেরনাম্বারেকলদিলেতিনিনিজেকেমোশিয়ারবলেদাবিকরেনএবংতারশিশুকন্যামরিয়মঅসুস্থবলেজানান।মরিয়মেরজেনেটিক্সসমস্যাহয়েছেএবংসেক্যান্সারইন্সটিটিউটেভর্তিএবংতাররেডিওথেরাপিচলছেবলেতিনিজানান।মোশিয়ারইসলামেরকাছেমেয়েটিরবর্ণনাজানতেচাইলেতিনিভাইরালপোস্টেথাকাশিশুটিরছবিরবর্ণনাদেন।তাঁর শিশুটির সাথে ভারতীয় চারণ্যের ছবির সাদৃশ্যের কথা জানানো হলে তিনিতাঅস্বীকারকরেন।এবংফোনটিকেটেদেন।তারপরতাকেবারবারফোনদিয়েওপাওয়াযায়নি।
সিদ্ধান্ত:
ফ্যাক্টওয়াচেরঅনুসন্ধানেদেখাযাচ্ছেভাইরালপোস্টটিতেথাকাশিশুটিকেমরিয়মনয়, তারনামচারণ্য।আরচারণ্য বাংলাদেশী নয়, বরং ভারতীয় শিশু । এলএডিনামকএকমরণব্যাধিরোগেআক্রান্তহয়েছিলো চারণ্য, ভাইরাল পোস্টে বর্ণিত টিউমারনয়।২০জানুয়ারি, ২০২২সালে Impact Guru নামক ভারতভিত্তিক গণ-অর্থায়ন সংস্থারঅফিশিয়ালফেসবুকপোস্টথেকেজানাযায়চারণ্যেরসার্জারিসফলভাবেসম্পন্নহয়েছে।একারণেচারণ্যেরজন্যএখনকোনতহবিলসংগ্রহকরাহচ্ছেনা।তাইফ্যাক্টওয়াচভাইরালপোস্টগুলোকে “মিথ্যা” হিসেবেচিহ্নিতকরছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?