যা দাবি করা হচ্ছে: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেঢাকা-৮ আসনের থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম নতুন মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
ফ্যাক্টওয়াচের সিদ্ধান্ত: দাবিটি মিথ্যা। সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম নতুন মন্ত্রিসভার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পাননি বরং এ দায়িত্বে আছেনআসাদুজ্জামান খান কামাল। তাছাড়া, গত ১২ জানুয়ারি, ২০২৪ এ মন্ত্রীপরিষদ বিভাগ থেকে মন্ত্রিসভার দায়িত্ব বণ্টনের প্রজ্ঞাপন জারি করা হয় যেখানে ২৫ জন মন্ত্রী, ১১ জন প্রতিমন্ত্রী এবং তাদের মন্ত্রণালয়ের তালিকায় আ ফ ম বাহাউদ্দিন নাছিমের নাম খুঁজে পাওয়া যায়নি।
ফেসবুকে ভাইরাল পোস্টটিতে দেখা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের নির্বাচিত সংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম নতুন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তাই, প্রাথমিক অনুসন্ধান করার জন্য প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ব্যবহার করে গুগলে অনুসন্ধান করা দেখা হলে মূলধারার গণমাধ্যম বিবিসি বাংলায় ১০ জানুয়ারি, ২০২৪ এ প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।প্রতিবেদনটি পর্যালোচনা করে জানা যায়, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সচিবালয়ে ১০ জানুয়ারি, ২০২৪ সন্ধ্যায় সংবাদ সম্মেলনে নতুন মন্ত্রিসভার দায়িত্ব পেতে যাওয়া ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রীর নাম ঘোষণা করেছিলেন। কিন্তু, উক্ত তালিকায় আ ফ ম বাহাউদ্দিন নাছিমের নাম খুঁজে পাওয়া যায়নি।
অন্যদিকে, ১২ জানুয়ারি, ২০২৪ মন্ত্রীপরিষদ বিভাগ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন মন্ত্রিসভার দায়িত্ব বণ্টনের একটি প্রজ্ঞাপন জারি করেছিল। সেখানেও আ ফ ম বাহাউদ্দিন নাছিমের নাম খুঁজে পাওয়া যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ঢাকা-১২ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য আসাদুজ্জামান খান কামালকে দায়িত্ব দেয়া হয়। তিনি গত একাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভায়ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছিলেন।
সুতরাং, সকল দিক বিবেচনা করে ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া ভিডিওটিকে “মিথ্যা” হিসেবে চিহ্নিত করছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।