সম্প্রতি একটি বিমান দুর্ঘটনার কিছু ছবি ফেসবুকে অনেকে শেয়ার করেছেন, যার ক্যাপশনে বলা হচ্ছে ইন্দোনেশিয়ার একটি বিমান দুর্ঘটনায় ১৭৮ জন যাত্রী মারা গেছেন। মূলত এই তথ্যটি মিথ্যা। এই দুর্ঘটনাটি ঘটেছিল ২০১৩ সালে। উক্ত দুর্ঘটনায় বিমানে থাকা ১০৮ জনের কেউই মারা যাননি।
ফেসবুকে “ইন্দোনেশিয়ায় বিমান দুর্ঘটনায় ১৭৮ জন মারা গেছে” ক্যাপশনে শেয়ার হওয়া উক্ত বিমান দুর্ঘটনার কিছু ছবি দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।
ভাইরাল ফেসবুক পোস্টটির ৩টি ছবি গুগল রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধান করে দেখা যায়, বিমানের ছবি দুটি ইন্দোনেশিয়ার বিমান সংস্থা লায়ন এয়ারের বোয়িং ৭৩৭ বিমানের। ২০১৩ সালের ১৩ এপ্রিল বিমানটি বালির রিসোর্ট দ্বীপে অবতরণের সময় রানওয়ে মিস করে সমুদ্রের অগভীর স্থানে গিয়ে পড়ে। উক্ত দুর্ঘটনায় যাত্রীদের অনেকেই আহত হলেও বিমানে থাকা ১০৮ জনের সবাই বেঁচে যান।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত বিধ্বস্ত হওয়া প্লেনের ছবিটি দেখুন এখানে এবং এখানে।
উক্ত দুর্ঘটনায় বিমানে থাকা ১০৮ জনের কেউ মারা না গেলেও দুর্ঘটনা কবলিত বিমানের কিছু ছবি সম্প্রতি “ইন্দোনেশিয়ায় বিমান দুর্ঘটনায় ১৭৮ জন মারা গেছে” ক্যাপশনে ফেসবুকে প্রচার করা হচ্ছে। সম্প্রতি ইন্দোনেশিয়ায় এমন কোনো বিমান দুর্ঘটনা ঘটেনি। সঙ্গত কারণেই ফ্যাক্টওয়াচ এটিকে মিথ্যা সাব্যস্ত করেছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?