লাশের এই ছবিগুলো বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার নয়

111
লাশের এই ছবিগুলো বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার নয়
লাশের এই ছবিগুলো বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার নয়

Published on: [post_published]

যা দাবি করা হচ্ছে- সারি সারি লাশের একটি ছবি দেখিয়ে দাবি করা হচ্ছে, এই লাশগুলো ঢাকার সহিংসতার সাম্প্রতিক ঘটনা

অনুসন্ধানে যা পাওয়া যাচ্ছে- এই ‘লাশ’গুলো ইন্দোনেশিয়ার বালির স্থানীয় একটি উৎসবের অংশ, এবং প্রকৃতপক্ষে এরা লাশ নয় বরং জীবিত অভিনেতারা স্থানীয় প্রথার অংশ হিসেবে কাফনের সাদা কাপড় মুড়িয়ে লাশ হিসেবে এখানে অভিনয় করছিলেন।

গুজবের উৎস

ছড়িয়ে পড়া কয়েকটা পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে


ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

মৃতদেহগুলো ভালভাবে লক্ষ করলে দেখা যায় যে, এদের পরনের কাপড়গুলো পুরোপুরি সাদা নয়, ( যেমনটি মুসলিম মৃতদেহের ক্ষেত্রে হয়ে থাকে), বরং এসব শরীরে পেঁচানো কাপড়ে বিচিত্র রকমের নকশা আকা রয়েছে।

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটির মূল উৎস খুজে পাওয়া গেল। মালয়েশিয়ার স্থানীয় potensibadung-pikiran–rakyat-com ওয়েবসাইটে  গত ২০২২ সালের ১লা নভেম্বর এই ছবিটি প্রকাশিত হয়েছিল। যে নিবন্ধে এই ছবিটি যুক্ত ছিল, সেই নিবন্ধের ইংরেজি শিরোনাম দাঁড়ায়, What is Watangan Matah? Living ‘corpses’ in the Calonarang performance


এই নিবন্ধ থেকে জানা যাচ্ছে, ইন্দোনেশিয়ার বালির একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান হল ওয়াতাঙ্গান মাতাহ , যেটি আসলে কালোনারাং ( Calonarang) উত্‌সবের একটি অংশ। এই অনুষ্ঠানে ১০৮ জন ছেলে-মেয়ে একত্রে মৃতবত সেজে অভিনয় করেন, এবং তাদেরকে ঘিরে অন্যরা মৃতের মতই আচার অনুষ্ঠান সম্পন্ন করেন। ২০২২ সালের ৩১শে অক্টোবর তাবানান এর মারিও ভবনে এই অনুষ্ঠান হয়েছিল, যেখান থেকে এই দৃশ্য ধারণ করা হয়েছিল।

ইংল্যান্ড-ভিত্তিক ডেইলিমোশন এর ওয়েবসাইটেও এই অনুষ্ঠানের একটি ভিডিও দেখা যাচ্ছে , যা ২ বছর আগে আপলোড করা হয়েছিল। এছাড়া ইউটিউবেও এই অনুষ্ঠানের ভিন্ন দিক থেকে আরেকটি ভিডিও পাওয়া যাচ্ছে।


এছাড়া, এই ছবিটি উপমহাদেশের অন্যান্য দেশেও ভিন্ন দাবিতে অতীতে ছড়িয়ে পড়েছিল। ভারতে এই ছবির সাথে দাবি করা হচ্ছিল যে এটি ফিলিস্তিনের অসংখ্য শহিদের ছবি, যেটি ভারত ভিত্তিক ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান, দ্য কুইন্ট খন্ডন করেছিল। এছাড়া কম্বোডিয়াতে দাবি করা হচ্ছিল যে দক্ষিণ কোরিয়ার দুর্ঘটনার লাশের ছবি হচ্ছে এই আলোচ্য ছবিটি, যেটি ফ্যাক্টক্রিসেন্ডো কম্বোডিয়া খণ্ডন করেছিল।

একই ছবি এবার ভিন্ন দাবিতে বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে।

সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ এ সকল পোস্টকে বিভ্রান্তিকর সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

 

No Factcheck schema data available.